ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া হাসপাতালে ভর্তি

আগের সংবাদ

পাঁচ চ্যালেঞ্জে আওয়ামী লীগ : বিদেশিদের তৎপরতা > বিরোধীদের আন্দোলন > মূল্যস্ফীতি > অভ্যন্তরীণ কোন্দল > সরকারবিরোধী অপপ্রচার

পরের সংবাদ

বিশ্বের সবচেয়ে ছোট ক্যামেরা দ্য মিনিকা

প্রকাশিত: জুলাই ৯, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুলাই ৯, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

বর্তমানে স্মার্টফোন মানবজীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। ছবি তোলা থেকে শুরু করে যেকোনো কাজে সেলফোন ব্যবহার হয়। অনেকের মতে স্মার্টফোনই হচ্ছে সহজে বহনযোগ্য ক্যামেরা। তবে সবচেয়ে ছোট ও হালকা ওজনের ক্যামেরা যে স্মার্টফোন নয়, সেটিও এখন সামনে এসেছে। বিশ্বের সবচেয়ে ছোট ও হালকা ওজনের ক্যামেরার খেতাব পেয়েছে মিনিকা। এর আকৃতি এয়ারপডের সমান। মিনিকার ওজন মাত্র ১৭ গ্রাম। তবে সাধারণ ক্যামেরার মতো সবকিছুই এতে রয়েছে। মিনিকায় দশমিক ৯৬ ইঞ্চির ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। ছবি ও ভিডিও ধারণের আগে এখানে দেখা যাবে। এ ক্যামেরার মাধ্যমে ১৯২০ বাই ১০৮০ পিক্সেলে ভিডিও এবং ৩৭৬০ বাই ২১২৮ রেজল্যুশনে ছবি তোলা যাবে। বিশ্বের সবচেয়ে ছোট ও হালকা ক্যামেরায় ১৮০ মিলি অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যা একবারের চার্জে ৬০ মিনিট পর্যন্ত চলবে। এর সঙ্গে মাইক্রোএসডি কার্ড রিডারও রয়েছে। সূত্র: গিজমোচায়না

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়