সংবাদ সম্মেলনে ছেলের দাবি : হত্যা মামলায় ইউপি চেয়ারম্যানকে ফাঁসানো হয়েছে

আগের সংবাদ

কুরবানি ঘিরে চাঙা অর্থনীতি : ৭০ থেকে ৮০ হাজার কোটি টাকার বাণিজ্য হওয়ার সম্ভাবনা, রেমিট্যান্স প্রবাহে রেকর্ড

পরের সংবাদ

ভোমরা স্থলবন্দরে বেড়েছে শুকনা হলুদ আমদানি

প্রকাশিত: জুন ২৭, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ২৭, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে শুকনা হলুদ আমদানি বেড়েছে। গত অর্থবছরের তুলনায় চলতি অর্থবছরের ১১ মাসে পণ্যটি ৩০ শতাংশের বেশি আমদানি হয়েছে। ব্যবসায়ী ও আমদানিকারকরা জানান, দেশের বাজারে চাহিদা বাড়ায় আমদানি ঊর্ধ্বমুখী হয়ে উঠেছে। তবে আমদানি বাড়লেও হলুদের দাম কমছে না, ?উল্টো বাড়ছে।
ভোমরা শুল্ক স্টেশনের রাজস্ব বিভাগ থেকে জানা গেছে, চলতি ২০২২-২৩ অর্থবছরের ১১ মাসে অর্থাৎ জুলাই-মে পর্যন্ত এ বন্দর দিয়ে শুকনা হলুদ আমদানি হয়েছে ৩৩ হাজার ৯৭৬ টন, যার আমদানি মূল্য ৪৬৭ কোটি ৮৯ লাখ টাকা। গত অর্থবছরের একই সময় আমদানি হয় ২১ হাজার ২০২ টন, যার আমদানি মূল্য ২৫১ কোটি ৭৭ লাখ টাকা। সে হিসাবে আমদানি বেড়েছে ৩০ শতাংশের বেশি।
জানা গেছে- গত অর্থবছরের তুলনায় চলতি অর্থবছর পণ্যটি ২৫-৩০ শতাংশ বেশি আমদানি হয়েছে। ঈদুল আজহা উপলক্ষে পণ্যটির চাহিদা বেশি। এদিকে ব্যবসায়ীরা বলেন- আমদানি বাড়লেও হলুদের দাম কমেনি, বরং বেড়েছে। কারণ ঈদুল আজহা সামনে রেখে অনেকেই হলুদ মজুত করছেন। ফলে আমদানি বাড়লেও বাজারে সরবরাহ কম। গত বছরের এ সময়ে গুঁড়া হলুদ বিক্রি হয়েছে ১৫৫-১৬০ টাকা কেজি দরে। বর্তমান তা বিক্রি হচ্ছে ২১০-২২০ টাকা কেজি দরে।
এ ব্যাপারে ভোমরা শুল্ক স্টেশনের দায়িত্বরত কাস্টমসের ডেপুটি সহকারী কমিশনার নেয়ামুল হাসান বলেন, মসলাপণ্য হিসেবে শুকনা হলুদ আমদানিতে সরকার ব্যাপক রাজস্ব আয় করে। গত অর্থবছরের তুলনায় চলতি অর্থবছর পণ্যটির আমদানি বেড়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়