সংবাদ সম্মেলনে ছেলের দাবি : হত্যা মামলায় ইউপি চেয়ারম্যানকে ফাঁসানো হয়েছে

আগের সংবাদ

কুরবানি ঘিরে চাঙা অর্থনীতি : ৭০ থেকে ৮০ হাজার কোটি টাকার বাণিজ্য হওয়ার সম্ভাবনা, রেমিট্যান্স প্রবাহে রেকর্ড

পরের সংবাদ

জামিল হোসেন বিসিবিএলের ডিএমডি

প্রকাশিত: জুন ২৭, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ২৭, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেড (বিসিবিএল) এর নতুন উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসাবে যোগদান করেছেন মো. জামিল হোসেন, সিএমএ। বিসিবিএলে যোগদানের আগে তিনি দি প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট হিসাবে এবং করপোরেট ব্যাংকিং বিভাগের প্রধান, ক্যামেলকো, জোনাল হেড এবং চিফ রিস্ক অফিসার ছিলেন। তিনি ইস্টার্ন ব্যাংক লিমিটেড, উরি ব্যাংক, প্রাইম ব্যাংক এবং এনআরবি ব্যাংক লিমিটেডেও কাজ করেছেন। জামিল হোসেন ১৯৯৭ সালের জানুয়ারি মাসে ইস্টার্ন ব্যাংক লিমিটেডে প্রবেশনারি অফিসার হিসেবে ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন। পরবর্তীকালে তিনি বাংলাদেশের উরি ব্যাংকে হেড অব ক্রেডিট, ট্রেজারি এবং এফআইসহ বিভিন্ন পদে অধিষ্ঠিত হন। প্রাইম ব্যাংকে তিনি সিআরএম, ঝুঁঁকি ব্যবস্থাপনা বিভাগ এবং রিটেল ব্যাংকিং বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি এনআরবি ব্যাংক লিমিটেডের সিআরএম প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেছেন। বিজ্ঞপ্তি

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়