সংবাদ সম্মেলনে ছেলের দাবি : হত্যা মামলায় ইউপি চেয়ারম্যানকে ফাঁসানো হয়েছে

আগের সংবাদ

কুরবানি ঘিরে চাঙা অর্থনীতি : ৭০ থেকে ৮০ হাজার কোটি টাকার বাণিজ্য হওয়ার সম্ভাবনা, রেমিট্যান্স প্রবাহে রেকর্ড

পরের সংবাদ

এসএমই উন্নয়ন : ডিসিসিআই ও বিসিকের যৌথ উদ্যোগ

প্রকাশিত: জুন ২৭, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ২৭, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : দেশের এসএমই খাতের উন্নয়নে একযোগে কাজ করবে ঢাকা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) এবং বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)। এ উপলক্ষে গতকাল ঢাকা চেম্বার অডিটোরিয়ামে দুই প্রতিষ্ঠানের মধ্যে সমঝোতা স্বাক্ষর সই হয়। ডিসিসিআই সভাপতি ব্যারিস্টার মো. সামীর সাত্তার এবং বিসিক চেয়ারম্যান মুহ. মাহবুবর রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা চুক্তিতে সই করেন। অনুষ্ঠানে ঢাকা চেম্বার সভাপতি ব্যারিস্টার মো. সামীর সাত্তার বলেন, এ চুক্তির আওতায় ডিসিসিআইর নতুন সদস্যপদ গ্রহণ, সদস্যপদ নবায়ন এবং ‘কান্ট্রি অব অরিজিন (সিও)’ প্রভৃতি সেবা বিসিকের ওএসএস পোর্টালের সঙ্গে সম্পৃক্ত করা হবে। এর ফলে বিসিকের সদস্য ওএসএসের মাধ্যমে ডিসিসিআইর সেবাগ্রহণ করতে পারবেন। এ চুক্তির ফলে বিসিকের ঢাকা ভিত্তিক যে কোনো সদস্য ঢাকা চেম্বারের সদস্য হতে পারবেন বলে জানান ডিসিসিআই সভাপতি ব্যারিস্টার সামীর সাত্তার। তিনি আশা প্রকাশ করেন, দেশে বিশেষকরে এসএমই খাতের সার্বিক উন্নয়নে সমঝোতা স্মারকটি উল্লেখযোগ্য অবদান রাখবে এবং এর কার্যকর বাস্তবায়নের উপর জোরারোপ করেন। বিসিক চেয়ারম্যান মুহ. মাহবুবর রহমান বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া এ সংস্থাটি প্রতিষ্ঠানলগ্ন হতেই দেশে দ্রুত শিল্পায়ন ও ব্যবসা-বাণিজ্য স¤প্রসারণে কাজ করে আসছে এবং বর্তমানেও তা অব্যাহত রেখেছে। তিনি আশা প্রকাশ করেন, এ সমঝোতা স্মারকটি বিসিক এবং ঢাকা চেম্বারের সদস্যদের মধ্যকার সংযোগ স্থাপনের পাশাপাশি সারাদেশে শিল্পায়ন স¤প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তিনি জানান, বর্তমান বিসিক তাদের নিজস্ব ওয়ান স্টপ সার্ভিসের (ওএসএস) মাধ্যমে নিজস্ব প্রতিষ্ঠানের ২৯টি সেবাসহ সরকারি অন্য প্রতিষ্ঠানের ১৩টি সেবা দিয়ে আসছে। এ সময় ডিসিসিআই ঊর্ধ্বতন সহসভাপতি এসএম গোলাম ফারুক আলমগীর (আরমান), সহসভাপতি মো. জুনায়েদ ইবনে আলী, পরিচালক মালিক তালহা ইসমাইল বারী, এম মোশাররফ হোসেন, বিসিক পরিচালক (দক্ষতা ও প্রযুক্তি) কাজী মাহবুবুর রশিদ, উপমহাব্যবস্থাপক (সাব-কন্ট্রাক্টিং সেল) প্রকৌশলী মো. দেলোয়ার হোসেন উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়