ইসলামী আন্দোলন : নির্বাচনকালীন জাতীয় সরকারের রূপরেখা ঘোষণা

আগের সংবাদ

কুরবানির পশুর দাম বেশি যে কারণে > আফতাবনগর হাট : এখনো জমেনি হাট গরুও উঠেছে কম

পরের সংবাদ

ভোরের কাগজের ঝর্ণা মনিসহ পুরস্কৃত ১৩ সাংবাদিক, তথ্যমন্ত্রী বললেন : লবিস্ট দিয়ে বিবৃতি আনা দেশদ্রোহিতা

প্রকাশিত: জুন ২৬, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ২৬, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : দেশে পানিতে ডুবে গড়ে প্রতিদিন মারা যাচ্ছে ৪০ শিশু। বিশেষজ্ঞরা বলছেন, নিউমোনিয়া কিংবা রোগে ভুগে নয়, দেশে সবচেয়ে বেশি শিশু মারা যাচ্ছে পানিতে ডুবেই। এক্ষেত্রে এসডিজি লক্ষ্যমাত্রায় অন্তর্ভুক্তিকরণসহ কৌশলী পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টমহল। গতকাল রবিবার পানিতে ডুবে শিশুমৃত্যু প্রতিরোধ বিষয়ে ভোরের কাগজের ঝর্ণা মনিসহ ১৩ সাংবাদিককে পুরস্কৃত করেছে গণমাধ্যম উন্নয়ন সংস্থা ‘সমষ্টি’। রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে পুরস্কার প্রদান অনুষ্ঠানে বিশিষ্টজনদের এমন বক্তব্যের সঙ্গে একমত পোষণ করেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। অনুষ্ঠানে বিএনপির সমালোচনা করে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক বলেন, রাজনৈতিক অভিলাষ চরিতার্থে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করা, লবিস্ট নিয়োগ করে বিবৃতি আনা দেশবিরোধী অপতৎপরতা ও দেশদ্রোহিতার শামিল। বিএনপি সেই কাজটিই করছে। এ ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে।
স¤প্রচারমন্ত্রী বলেন, জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে অত্যন্ত দক্ষতার সঙ্গে কাজ করছে বাংলাদেশ। আমাদের সেনা, নৌ এবং বিমান বাহিনী, কোস্টগার্ড, পুলিশ সদস্যরাও সেখানে যায় এবং শান্তিরক্ষী পাঠানোর ক্ষেত্রে আমরা এখন শীর্ষে রয়েছি। এটি নিয়েও ষড়যন্ত্র শুরু হয়েছে। গত কয়েক দিনে কিছু পেশাদার বিবৃতিদানকারী সংগঠন বিবৃতি দিয়েছে।
বক্তৃতা শেষে তথ্যমন্ত্রী বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। ১৩ পুরস্কার বিজয়ীরা হলেন- ভোরের কাগজের ঝর্ণা মনি, প্রথম আলোর পার্থ শঙ্কর সাহা, দ্য বিজনেস পোস্টের আরেফিন আপ্পি, চ্যানেল ২৪ এর জিনিয়া কবির সূচনা, সমকালের জাহিদুর রহমান, জাগোনিউজের মাসুদ রানা, মাছরাঙা টিভি’র কাউসার সোহেলী, ডেইলি স্টারের নীলিমা জাহান, জনকণ্ঠের স্বপ্না চক্রবর্তী, কালের কণ্ঠের সজীব আহমেদ,দ্য বিজনেস পোস্টের আসিফ ইসলাম শাওন, সময় ট্রিবিউনের সোহাগী আকতার এবং চ্যানেল আই অনলাইনের আরেফীন তানজীব।
বাংলাদেশ সংবাদ সংস্থা পরিচালনা পর্ষদের চেয়ারম্যান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে ও সমষ্টি পরিচালক মীর মাসরুর জামানের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন- ঢাকা ট্রিবিউনের নির্বাহী সম্পাদক রিয়াজ আহমেদ, গেøাবাল হেলথ এডভোকেসি ইনকিউবেটর কমিউনিকেশন্স ম্যানেজার সারওয়ার ই আলম, সিনিয়র সাংবাদিক লিটন হায়দার প্রমুখ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়