ইসলামী আন্দোলন : নির্বাচনকালীন জাতীয় সরকারের রূপরেখা ঘোষণা

আগের সংবাদ

কুরবানির পশুর দাম বেশি যে কারণে > আফতাবনগর হাট : এখনো জমেনি হাট গরুও উঠেছে কম

পরের সংবাদ

বিএসএমএমইউ : ঈদের আগেই ঝুঁকি ভাতা পেলেন চিকিৎসক-কর্মচারী

প্রকাশিত: জুন ২৬, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ২৬, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : ঈদুল আজহার পূর্বেই ঝুঁকি ভাতা পেয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) কর্মরত নিয়মিত শিক্ষক, চিকিৎসক, কর্মকর্তা, নার্স ও কর্মচারীরা। জানা যায়, এর আগে ঈদুল ফিতর উপলক্ষেও তারা ঝুঁকি ভাতা পেয়েছিলেন। গতকাল ঝুঁকি ভাতা পেয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন কর্মকর্তা, নার্স ও কর্মচারীরা। একই সঙ্গে তারা উপাচার্য ও তার পরিবারের সদস্যদের সুস্থতা ও দীর্ঘজীবন কামনা করেছেন। গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিএসএমএমইউ কর্তৃপক্ষ জানায়, বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসন প্রথমবারের মতো ঝুঁকি ভাতা চালু করেছে। যার ফলশ্রæতিতে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে সবার মাঝে বিরাজ করছে উৎসবের আমেজ। একইসঙ্গে ভাতাপ্রাপ্ত সবাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুসারে বিশ্ববিদ্যালয়ের চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদের গতিশীল ও বহুমাত্রিক নেতৃত্বের প্রতি আস্থা রেখে উৎসাহের সঙ্গে বেশি বেশি কাজ করার অঙ্গীকার করেছেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়