ইসলামী আন্দোলন : নির্বাচনকালীন জাতীয় সরকারের রূপরেখা ঘোষণা

আগের সংবাদ

কুরবানির পশুর দাম বেশি যে কারণে > আফতাবনগর হাট : এখনো জমেনি হাট গরুও উঠেছে কম

পরের সংবাদ

ঈদে ‘কোলাহল উইথ আফজাল’

প্রকাশিত: জুন ২৬, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ২৬, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

বিনোদন প্রতিবেদক : অনলাইন কন্টেন্ট প্ল্যাটফর্ম ‘কোলাহল’ এবারের ঈদ উপলক্ষে তারা প্রকাশ করছে আফজাল হোসেনের দীর্ঘ সাক্ষাৎকার। প্রায় আড়াই ঘণ্টার এই সাক্ষাৎকারটি ঈদের দিন থেকে টানা ৩ দিন ধারাবাহিকভাবে অবমুক্ত হবে মোট ৫টি প্ল্যাটফর্মে। তানভীর তারেকের গ্রন্থনা ও উপস্থাপনায় ‘কোলাহল উইথ আফজাল হোসেন’ শিরোনামের এই অনুষ্ঠানটি মূলত বরেণ্য এই অভিনেতা-নির্মাতার জীবনের নানান আঙ্গিক নিয়ে আলোকপাত করা হয়েছে। একই সঙ্গে এই অনুষ্ঠানের একটি বিশেষ সেগমেন্টে আড্ডায় অংশ নিয়েছেন আরো ৩ তরুণ সাংবাদিক। অনিন্দ্য মামুন, শ্রাবণী রাখী ও অপূর্ণ রুবেল। অনুষ্ঠানটি প্রসঙ্গে আফজাল হোসেন বলেন, ‘খুব দীর্ঘ সময়ের পরিচয় নেই তানভীরের সঙ্গে। কিন্তু যতগুলো বছর ধরে ওকে চিনেছি, সে সময়টুকুতে আমাদের দুজনার এক ধরনের সৃজনশীল ভাবনার আদান প্রদান হয়েছে। সম্পর্কের ক্ষেত্রে এ বিষয়টি খুব জরুরি। সে কারণেই আড্ডাটা এত দীর্ঘ হলেও আমার আলাপ করতে খারাপ লাগেনি।’ অনুষ্ঠানের সঞ্চালক তানভীর তারেক বলেন, ‘আফজাল হোসেন আমাদের কাছে এক আরাধ্যজন। তার বর্ণিল ক্যারিয়ারের নানান ধরনের বাঁক রয়েছে। ক্ষেত্র রয়েছে। এ ধরনের ব্যক্তিত্বদের আমি মনে করি ২৫/৩০ মিনিটের অনুষ্ঠানে বাঁধা যায় না। বা তার জীবন-দর্শন নিয়ে এত অল্প সময়ে কোনো আলোকপাত করা যায় না। কোলাহল যেহেতু অনলাইন কন্টেন্ট প্ল্যাটফর্ম, তাই এই কাজটি করতে চাইলাম। আমি মনে করি নানান ধরনের অনুষ্ঠানের ভিড়ে এই আলোচনাটা এবারের ঈদের সবচেয়ে আলাদা ও অন্যরকম এক কথোপকথন। দর্শকদের কাছে এটি বিশেষ ঈদ উপহার।’ অনুষ্ঠানটির প্রধান চিত্রগ্রাহক ও পরিচালনা করেছেন মোস্তাফিজ মিঠু।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়