প্রিপেইড মিটার স্থাপনে আর্থিক লেনদেন না করার আহ্বান

আগের সংবাদ

হাটে পর্যাপ্ত গরু, দাম চড়া : কেনাবেচা আজ থেকে > শর্ত মানছেন না ইজারাদার > ট্রাক নিয়ে টানাটানি

পরের সংবাদ

মাস্টারকার্ড ও ব্র্যাক ব্যাংকের ‘ওয়ার্ল্ড ক্রেডিট কার্ড’ চালু

প্রকাশিত: জুন ২৪, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ২৪, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

মাস্টারকার্ড ব্র্যাক ব্যাংকের সঙ্গে পার্টনারশিপে মাস্টারকার্ড ‘ওয়ার্ল্ড ক্রেডিট কার্ড’ চালু করেছে। এটি বাংলাদেশে আসা প্রথম হেলথ এন্ড ওয়েলবিয়িং মাস্টারকার্ড ওয়ার্ল্ড ক্রেডিট কার্ড।
নতুন কার্ডটি ব্যবহারের মাধ্যমে কার্ডহোল্ডাররা স্বাস্থ্যসেবা, জীবনযাপন এবং ভ্রমণের যে কোনো প্রকার সুবিধা গ্রহণ করতে পারবেন। এর মাধ্যমে তারা লাইফস্টাইল, ডাইনিং, ফ্যাশন এবং ভ্রমণ খাতে আকর্ষণীয় অফার ও ডিসকাউন্ট পাবেন।
ওয়ার্ল্ড ক্রেডিট কার্ডহোল্ডাররা দৈনিক ৪ হাজার টাকা আইপিডি এবং বার্ষিক ৩ হাজার টাকা পর্যন্ত ওপিডি কভারেজসহ বিশেষ হেলথ স্ক্রিনিং প্যাকেজ এবং জিম মেম্বারশিপে ডিসকাউন্ট পাবেন। এছাড়াও এতে বাংলাদেশের অনেক লাইফস্টাইল, ডাইনিং, ফ্যাশন এবং ট্রাভেল মার্চেন্টে আকর্ষণীয় সব অফারও অন্তর্ভুক্ত আছে।
ওয়ার্ল্ড ক্রেডিট কার্ডহোল্ডারদের জন্য থাকছে বাৎসরিক ফি ছাড়াই প্রথম দুইটি সাপ্লিমেন্টারি ক্রেডিট কার্ড নেবার সুযোগ। ‘সুপার পেফ্লেক্স’ প্রোগ্রামের মাধ্যমে তারা ০ শতাংশ ইন্টারেস্টে ৬ মাসের ইএমআই-এর মাধ্যমে দেশে ও বিদেশে যে কোনো কেনাকাটা করতে পারবেন। এছাড়াও দেশব্যাপী ৯০০ এরও বেশি পার্টনার মার্চেন্টে ০ শতাংশ ইন্টারেস্টে ৩৬ মাস পর্যন্ত ইএমআই সুবিধা পাওয়া যাবে। প্রতিটি ই-কমার্স এবং পয়েন্ট অব সেল (পিওএস) লেনদেনে কার্ডহোল্ডাররা পাচ্ছেন ‘রিওয়ার্ড পয়েন্ট’।
কার্ডহোল্ডারদের জন্য এতে আকর্ষণীয় ওয়েলকাম ভাউচার রয়েছে। এটি দিয়ে স্বাস্থ্যসেবা মার্চেন্ট, ট্রাভেল পার্টনার ও লাইফস্টাইল মার্চেন্টে বিশেষ মূল্য ছাড়ের অফার ছাড়াও একটি জনপ্রিয় রিসোর্টে ১ রাত-১ দিনের প্যাকেজ বিনামূল্যে পাওয়া যাবে। কার্ডধারীরা লাউঞ্জ কি প্রোগ্রামের আওতায় কমপ্লিমেন্টারি ভিজিটসহ ১১০০টিরও বেশি আন্তর্জাতিক লাউঞ্জের লাউঞ্জসেবা গ্রহণ করতে পারবেন।
এছাড়াও হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বলাকা ভিআইপি লাউঞ্জে বছরজুড়ে কার্ডহোল্ডার ও ২ জন অতিথি আনলিমিটেড ভ্রমণ সুবিধা পাবেন। বাংলাদেশসহ বিশ্বব্যাপী ৬ হাজার টিরও বেশি পার্টনার মার্চেন্ট আউটলেটে ওয়ার্ল্ড কার্ডহোল্ডারদের জন্য থাকবে আকর্ষণীয় সব ডিল ও ডিসকাউন্ট। ব্র্যাক ব্যাংকের গ্রাহকরা দেশজুড়ে ব্যাংকের যে কোনো শাখা থেকে মাস্টারকার্ড ওয়ার্ল্ড ক্রেডিট কার্ডের জন্য আবেদন করতে পারবেন।
এ ব্যাপারে ব্র্যাক ব্যাংকের এমডি ও সিইও সেলিম আর এফ হোসেন বলেন, মাস্টারকার্ডের সঙ্গে আরেকটি ব্যতিক্রমী পণ্যের উদ্বোধন ঘোষণা করতে পেরে খুবই আনন্দিত। গত বছরগুলোতে ‘মাস্টারকার্ড তারা ওয়ার্ল্ড’ এবং ‘মাস্টারকার্ড মিলেনিয়াল টাইটেনিয়াম’ ক্রেডিট কার্ডের সাফল্যের পর এই প্রোডাক্টটি চালু করা হলো।
মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল বলেন, এটি ক্রেডিট কার্ডে আশা রাখেন এমন গ্রাহকদের জন্য দিন বদলের প্রতীক হবে। স্বাস্থ্যখাতে বিশেষ সুবিধা, লাইফস্টাইল ডিসকাউন্ট এবং ভ্রমণের বিভিন্ন সুবিধা প্রদান ছাড়াও বাংলাদেশে ডিজিটাল লেনদেন যেন আরো নিখুঁত ও নিরাপদ হয়, কার্ডটি সেক্ষেত্রেও দৃষ্টান্ত তৈরিতে ভূমিকা রাখবে। বিজ্ঞপ্তি

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়