প্রিপেইড মিটার স্থাপনে আর্থিক লেনদেন না করার আহ্বান

আগের সংবাদ

হাটে পর্যাপ্ত গরু, দাম চড়া : কেনাবেচা আজ থেকে > শর্ত মানছেন না ইজারাদার > ট্রাক নিয়ে টানাটানি

পরের সংবাদ

ব্যোমকেশ হয়ে আসছেন দেব

প্রকাশিত: জুন ২৪, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ২৪, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

আর বেশি দেরি নেই। ভারতের স্বাধীনতা দিবসের সপ্তাহেই মুক্তি পাচ্ছে ব্যোমকেশ ও দুর্গ রহস্য। অর্থাৎ বড় পর্দায় আসছেন দেব ও রু´িণী মৈত্র। বাঙালির দুই প্রিয় চরিত্র ব্যোমকেশ ও সত্যবতী হয়ে আসছেন তারা। ছবি নিয়ে উত্তেজনা একটা আছেই। এমনিতেই বাঙালির ব্যোমকেশের প্রতি একটা আলাদাই টান কাজ করে। তার ওপরে আবার দেব এবারে ব্যোমকেশ হয়েছেন। তা প্রযোজক রানা কী লিখলেন দেবকে নিয়ে? গত ১৮ জুন পরিচালক বিরসা দাশগুপ্ত প্রথমে দেবের একটি ছবি পোস্ট করেছিলেন ব্যোমকেশ হিসেবে। হাসি মুখে মাথা নিচু করে গোধূলি বেলায় এক হ্রদের ধারে দাঁড়িয়ে আছেন অভিনেতা। ঠিক করছেন চশমা। এই ছবি পোস্ট করে পরিচালক লেখেন, ‘আপনাদের প্রিয় ব্যোমকেশ আর তার ভুবনভোলানো হাসি’। সেই ছবি শেয়ার করেই রানা ফেসবুকে লিখলেন, ‘ব্যোমকেশ হিসেবে দেব কোনো মজা নয়। দেব প্রমাণ করছে, করবে।’ রানাকে অনেকেই ‘টলিউডের কেআরকে’ নাম দিয়েছে। কারণ বাংলার অভিনেতা, সিনেমার সমালোচনা করে থাকেন প্রায়ই। দেবের নিন্দাও করেছেন এর আগে বহুবার। ‘ধুমকেতু’ নিয়েও ক্ষোভ উগরে দিতে দেখা গিয়েছে তাকে, যে ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন শেষবার দেব আর শুভশ্রী। রানার দাবি, ছবি মুক্তি আটকে রয়েছে দেব ডাবিং না করার কারণেই! তা হঠাৎ রানার মুখে দেবের সুখ্যাতি শুনে নেট-নাগরিকদের তো ভিড়মি খাওয়ার জোগাড়। একজন লিখলেন, ‘দেবদা কি ধুমকেতু ছেড়ে দেবে বলেছে নাকি?’ আরেকজনের কমেন্ট, ‘তোমাকে ফেলুদা হিসেবে দেখতে চাই।’ পাল্টা ট্রোল করে রানা মন্তব্য করলেন, ‘জিদ্দা হলে বেস্ট।’ অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র মন্তব্য করেন, ‘উচ্চারণ?’ যাতে রানার জবাব, ‘ডিরেক্টর বুঝবে। অতীতে অনেক অভিনেতাকেই নতুন জীবন দিয়েছে পরিচালকরা।’ অভিনেতা হওয়ার পাশাপাশি এই ছবির প্রযোজকও দেব। সত্যবতী হয়েছেন রু´িণী। অম্বরীশ ভট্টাচার্যকে দেখা যাবে অজিত চরিত্রে। এছাড়া রয়েছেন সত্যম ভট্টাচার্য। ছবি সিনেমা হলে আসছে ১১ আগস্ট। যদিও দেবের ব্যোমকেশ হওয়ার লড়াইটা খুব সহজ হবে না। একগুচ্ছ বলিউড ছবি মুক্তি পাচ্ছে সেই সময়। যে তালিকায় রয়েছে ওএমজি ২, গদর ২, অ্যানিমেলের মতো ছবি।

:: মেলা ডেস্ক

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়