শিশুশ্রম নিরসনে সমন্বিত পদক্ষেপের আহ্বান

আগের সংবাদ

ভারত-আমেরিকার বৈচিত্র্যময় অংশীদারত্ব গড়ার প্রত্যয় : হোয়াইট হাউসে মোদি-বাইডেন বৈঠক শেষে যৌথ ঘোষণা

পরের সংবাদ

বাবা

প্রকাশিত: জুন ২৩, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ২৩, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

যে হাতের শব্দার্থের অর্থ নির্ভরতা,
অন্য কথায় ভরসাস্থল।
যে মানুষটি কেবলই অনুকরণীয়,
পৃথিবীমঞ্চের প্রথম নায়ক।

কষ্টের অনাবিল এক আশ্রয়কেন্দ্র,
যার শাসনই এক আনন্দ।
আবদারের আবেদন স্থানে সর্বোচ্চ,
আহ্লাদ সেখানে বাধাহীন স্রোত।

যিনি বনষ্পতির ছায়া আর শক্তি,
অপার ভালোবাসার বটবৃক্ষ।
ছোটবেলার সাইকেল শিক্ষক,
মাইনে বিহীন,
আঘাত না পাওয়ার পাহারাদার।

পৃথিবীতে হেঁটে বেড়াতাম ভাবনাহীন,
হোঁচট খেলেও ওই যে তিনি।
একদিন বয়সে ন্যুব্জ চাহনির আবছায়া,
অবলোকন আগ্রহে সন্তান সাফল্য।

এত কিছু অবদানের পরে লোভ এটুকুই,
প্রথিত করতে একটি বীজ ‘সুসন্তান’।

কিছু পর হঠাৎ প্রস্থান অচেনা গন্তব্যে,
অসম্ভব ফাঁকা এক আকাশ আমার।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়