পাগলায় মানববন্ধন : মন্দিরের জায়গা উদ্ধারের দাবি

আগের সংবাদ

স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে পদক্ষেপ নিতে দ্বিধা করবে না যুক্তরাষ্ট্র : মার্কিন পররাষ্ট্র দপ্তর

পরের সংবাদ

প্রাইম ব্যাংক ও ফুটস্টেপের মধ্যে চুক্তি স্বাক্ষর

প্রকাশিত: জুন ২২, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ২২, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : করপোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (সিএসআর) এর অংশ হিসেবে প্রাইম ব্যাংক স¤প্রতি ঢাকা, সুনামগঞ্জ ও কুষ্টিয়ায় সরকারি স্কুল ও হাসপাতালে পানি পরিশোধন ব্যবস্থা স্থাপনের জন্য ব্যাংকের প্রধান কার্যালয়ে ফুটস্টেপ বাংলাদেশের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে।
প্রাইম ব্যাংকের এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর ফায়সাল রহমান এবং ফুটস্টেপ বাংলাদেশের প্রেসিডেন্ট শাহ মীম রাফায়েত চৌধুরী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রাইম ব্যাংকের হেড অব সিআরএম তোফায়েল আহমেদসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রাইম ব্যাংকের এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর ফায়সাল রহমান বলেন, “প্রাইম ব্যাংক সেবার উৎকর্ষতা ও গ্রাহকদের ব্যাংকিং প্রয়োজনের প্রতি সযতœ দৃষ্টি রাখার মাধ্যমে গ্রাহকদের আস্থা অর্জনে সক্ষম হয়েছে। আমাদের এই উদ্যোগটি দেশের মানুষকে সাহায্য করার জন্য, যা ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়