ঠিকানা নিয়ে ৩২ বার তদন্তে উষ্মা হাইকোর্টের

আগের সংবাদ

সেন্টমার্টিন দ্বীপ লিজ দিয়ে ক্ষমতায় বসবে না আ.লীগ > সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী : অন্য দেশের সঙ্গেও অর্থ বিনিময়ের সুযোগে ব্রিকসে যোগ দেয়ার সিদ্ধান্ত

পরের সংবাদ

নিতাইগঞ্জে কমেছে ডালের দাম

প্রকাশিত: জুন ২১, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ২১, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : নারায়ণগঞ্জের বৃহত্তম পাইকারি বাজার নিতাইগঞ্জে ডালের দাম নিম্নমুখী। দুই মাসের ব্যবধানে সব ধরনের ডালের দাম কেজিপ্রতি কমেছে ৫-১০ টাকা। তবে পাইকারি বাজারে কমলেও খুচরা বাজারে এর কোনো প্রভাব নেই। ব্যবসায়ীরা বলছেন, মিলের গুদামে যে ডাল মজুত আছে তা বেচাকেনা হচ্ছে। তাই দাম কমতির দিকে। সামনে নতুন ডাল আমদানি হলে বাজার পরিস্থিতি বোঝা যাবে।
জানা গেছে, দেশি মসুর ডাল বেচাকেনা হচ্ছে ১১৭ টাকা কেজি দরে। এক মাস আগেও এ ধরনের ডাল বেচাকেনা হয়েছিল ১২০ টাকা কেজিতে। সে হিসাবে দেশি মসুর ডালের কেজিপ্রতি দাম কমেছে ৩ টাকা। ভারতের দিল্লি সুপার ডাল বাজারে বেচাকেনা হচ্ছে ১২৮ টাকা কেজি দরে। দেড় মাস আগে একই ডাল বেচাকেনা হয়েছিল ১৩২-১৩৪ টাকা কেজি। সে হিসাবে দিল্লি সুপার ডালের দাম কেমেছে কেজিতে ৪-৬ টাকা।
মোটা মসুর ডাল পাইকারি বাজারে বিক্রি হচ্ছে ৮৫ টাকা ৫০ পয়সা কেজি। এক মাস আগেও তা বেচাকেনা হয়েছিল ৯০ টাকা কেজি দরে। সে হিসাবে মোটা মসুর ডালের দাম কমেছে কেজিপ্রতি ৫ টাকা। ফাটি মসুর ডাল বাজারে বেচাকেনা হচ্ছে ৭২ টাকা কেজি দরে। একই ডাল গত মাসেও বিক্রি হয়েছে ৭৮ টাকা কেজি। সে হিসাবে এ ডালের কেজিপ্রতি দাম কমেছে ৬ টাকা।
খেসারি ডাল বাজারে বেচাকেনা হচ্ছে ৬২ টাকা কেজি দরে। দেড় মাস আগেও একই ডাল বিক্রি হয়েছে ৭০ টাকা কেজি। সে অনুযায়ী ডালটির দাম কমেছে কেজিতে ৮ টাকা। মুগ ডাল বেচাকেনা হচ্ছে ৯৫ টাকা কেজিতে। গত মাসেও ডালটি বিক্রি হয়েছে ১০৫ টাকা কেজি। সে হিসাবে দাম কমেছে ১০ টাকা। চোনা বুট বেচাকেনা হচ্ছে ৭০ টাকা কেজি, কিছুদিন আগেও যা ছিল ৮০ টাকা। অর্থাৎ চোনা বুটের দাম কমেছে কেজিতে ১০ টাকা।

ডাবলি বাজারে বেচাকেনা হচ্ছে ৫১ টাকা কেজি দরে। একই ডাল মাসখানেক আগেও বিক্রি হয়েছে ৬০ টাকা কেজি দরে। সে হিসাবে কেজিতে ৯ টাকা দাম কমেছে ডাবলির। বুটের ডাল বাজারে বেচাকেনা হচ্ছে ৬২ টাকা কেজি দরে, যা কিছুদিন আগেও ৬৬ টাকায় বিক্রি হয়েছে।
এ ডালের দাম কেজিপ্রতি কমেছে ৪ টাকা। অ্যাঙ্কর ডাল নিতাইগঞ্জের বাজারে এখন বেচাকেনা হচ্ছে ৫১ টাকা ৫০ পয়সা দরে, এক মাস আগেও যা ৫৬ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। সে হিসাবে অ্যাঙ্করের দাম কমেছে কেজিতে ৫ টাকা।
এ ব্যাপারে ব্যবসায়ীরা জানান, দেড়-দুই মাস ধরেই ডালের বাজার নিম্নমুখী। সব ধরনের ডালের দাম কেজিপ্রতি কমেছে ৫-১০ টাকা। বাজারে চাহিদার তুলনায় ডাল সরবরাহ বেশি থাকায় কিছুটা দাম কমেছে। এছাড়া বাজারে মৌসুমি ফলে সয়লাব। মানুষ এ সময় বেশি বেশি ফল খায়। ফলে প্রতি বছরই এ মৌসুমে ডালের দাম কমতির দিকে থাকে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়