যাত্রী কল্যাণ সমিতি : ২৭ জুন সরকারি ছুটি ঘোষণার দাবি

আগের সংবাদ

রাজশাহীতে নজীরবিহীন নিরাপত্তা

পরের সংবাদ

পুঁজিবাজার চিত্র : সূচক বাড়ল ৩৩ পয়েন্ট

প্রকাশিত: জুন ২০, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ২০, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : বাংলাদেশ ব্যাংক আগামী অর্থবছরের প্রথম ছয় মাসের (জুলাই-ডিসেম্বর) মুদ্রানীতি ঘোষণা করার একদিন পরই দেশের পুঁজিবাজারে মূল্যসূচকের বড় উত্থান হয়েছে। মুদ্রানীতি ঘোষণার পর প্রথম কার্যদিবসেই বেড়েছে লেনদেনের গতিও।
প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সবকটি মূল্যসূচক বাড়ার পাশাপাশি বেড়েছে লেনদেনে অংশ নেয়া বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম। একই সঙ্গে ডিএসইতে ৪০০ কোটি টাকার ঘরে নেমে আসা লেনদেন বেড়ে ৫০০ কোটি ছাড়িয়েছে।
এর আগে গত সপ্তাহে পুঁজিবাজারে লেনদেন হওয়া ৫ কার্যদিবসের মধ্যে চার কার্যদিবসে দরপতন হয়। একই সঙ্গে কমে যায় লেনদেনের গতি। এ পরিস্থিতিতে চলতি সপ্তাহের প্রথম কার্যদিবস গত রবিবার মূল্যসূচকের মিশ্র প্রবণতা দেখা যায়।
পুঁজিবাজারে সপ্তাহের প্রথম কার্যদিবসের লেনদেন শেষে বাংলাদেশ ব্যাংক থেকে নতুন মুদ্রানীতির ঘোষণা আসে। সেখানে সুদহারের ফর্মুলায় পরিবর্তনের কথা জানানো হয়। সব ধরনের ব্যাংক ঋণের ক্ষেত্রে সুদহারের সীমা প্রত্যাহার করে, এর পরিবর্তে বাজারে সুদের চাহিদা অনুযায়ী বেঞ্চমার্ক ভিত্তি বা রেফারেন্স রেট চালুর ঘোষণা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
বাংলাদেশ ব্যাংক থেকে নতুন মুদ্রানীতি ঘোষণার পর গতকাল ছিল প্রথম কার্যদিবস। এদিন লেনদেন শুরু হয় বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ার মাধ্যমে। এতে লেনদেন শুরু হতেই মূল্যসূচকের বড় উত্থান হয়। লেনদেনের শুরুতে দেখা দেয়া ঊর্ধ্বমুখী প্রবণতা লেনদেনের শেষ পর্যন্ত অব্যাহত থাকে। এমনকি লেনদেনের সময় গড়ানোর সঙ্গে সঙ্গে বাড়ে দাম বাড়ার তালিকা এবং সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতাও বাড়ে। ফলে দিনের লেনদেন শেষে ডিএসইতে সব খাত মিলে ১৪৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বাড়ার তালিকায় স্থান করে নিয়েছে। বিপরীতে ২৯টির দাম কমেছে। আর ১৮০টির দাম অপরিবর্তিত রয়েছে।
এতে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৩৩ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৩১৪ পয়েন্টে অবস্থান করছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ আগের দিনের তুলনায় ৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৬৯ পয়েন্টে দাঁড়িয়েছে। আর বাছাই করা ভালো ৩০টি কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক আগের দিনের তুলনায় ৫ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৮৮ পয়েন্টে অবস্থান করছে।
সবকটি মূল্যসূচক বাড়ার পাশাপাশি বেড়েছে লেনদেনের পরিমাণ। বাজারটিতে দিনভর লেনদেন হয়েছে ৫৩৩ কোটি ২২ লাখ। আগের দিন লেনদেন হয় ৪১৮ কোটি ২০ লাখ টাকা। সে হিসাবে লেনদেন বেড়েছে ১১৫ কোটি ২ লাখ টাকা।
টাকার অঙ্কে সব থেকে বেশি লেনদেন হয়েছে মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার। কোম্পানিটির ২৮ কোটি ২৩ টাকার শেয়ার লেনদেন হয়েছ। দ্বিতীয় স্থানে থাকা নাভানা ফার্মাসিউটিক্যালসের ১৫ কোটি ৪৭ লাখ টাকার লেনদেন হয়েছে। ১৪ কোটি ১৮ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে সোনালী লাইফ ইন্স্যুরেন্স।
অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএএসপিআই বেড়েছে ৮০ পয়েন্ট। বাজারটিতে লেনদেনে অংশ নেয়া ২১৮টি প্রতিষ্ঠানের মধ্যে ৯৯টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ২০টির এবং ৯৯টির দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে ১২ কোটি ৯১ লাখ টাকা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়