মশার লার্ভার ঘনত্ব পরিমাপ ও ম্যাপিং কার্যক্রম শুরু আজ

আগের সংবাদ

ভূ-রাজনীতির নতুন ক্ষেত্র ‘ব্রিকস’ : যুক্তরাষ্ট্রের ওপর চাপ বাড়াচ্ছে বাংলাদেশ, ভারত-বাংলাদেশ সম্পর্কে নতুন মাত্রা

পরের সংবাদ

বিসিএসআইআর ও কুবির গবেষণা সহযোগিতা চুক্তি

প্রকাশিত: জুন ১৯, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ১৯, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) মাঝে পারস্পরিক গবেষণা সহযোগিতার জন্য গতকাল রবিবার সকাল ১১টায় বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) এর সভাকক্ষে চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আফতাব আলী শেখ এবং বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম আব্দুল মঈন। বিজ্ঞপ্তি
প্রধান অতিথির ভাষণে চেয়ারম্যান বলেন, এই গবেষণার সহযোগিতা চুক্তির মাধ্যমে বিজ্ঞানকে এগিয়ে নেয়ার পাশাপাশি প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ গড়তে সহযোগিতা করবে এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও ছাত্রদের যৌথ প্রচেষ্টায় নতুন নতুন আবিষ্কারের দিগন্ত উন্মোচন হবে। বিশেষ অতিথির ভাষণে উপাচার্য অধ্যাপক এ এফ এম আব্দুল মঈন বলেন, স্মার্ট বাংলাদেশ গড়তে স্মার্ট জনশক্তি গড়ে তুলতে হবে এবং বিসিএসআইআর আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে গবেষণার ক্ষেত্রে নতুন দ্বার উন্মোচিত হবে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিষদের সদস্য (প্রশাসন), সদস্য (বিজ্ঞান ও প্রযুক্তি), সদস্য (অর্থ) ও পরিষদ সচিব সাহা আব্দুল তারিখ, বিভিন্ন গবেষণাগারের পরিচালক, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, কোষাধ্যক্ষ এবং অন্যান্য শিক্ষক ও কর্মকর্তারা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়