মশার লার্ভার ঘনত্ব পরিমাপ ও ম্যাপিং কার্যক্রম শুরু আজ

আগের সংবাদ

ভূ-রাজনীতির নতুন ক্ষেত্র ‘ব্রিকস’ : যুক্তরাষ্ট্রের ওপর চাপ বাড়াচ্ছে বাংলাদেশ, ভারত-বাংলাদেশ সম্পর্কে নতুন মাত্রা

পরের সংবাদ

আদালতে আমিশা

প্রকাশিত: জুন ১৯, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ১৯, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

বিনোদন ডেস্ক : আমিশা প্যাটেলের বিরুদ্ধে আড়াই কোটি রুপি জালিয়াতির মামলা ছিল। এই মামলায় আদালতে আত্মসমর্পণ করেন এই বলিউড অভিনেত্রী। জালিয়াতি ও চেক বাউন্সের মামলায় আমিশা প্যাটেল এবং ব্যবসায়িক সহযোগী ক্রুনালের বিরুদ্ধে গত এপ্রিল মাসেই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন রাঁচির সিভিল কোর্ট। এই মামলায় আত্মসমর্পণ করেন অভিনেত্রী। এদিন ওড়না দিয়ে মুখ ঢেকে আদালত চত্বরে পৌঁছান আমিশা। এ সময় গোলাপি রঙের কামিজ ও প্রিন্টেড সালোয়ারে দেখা যায় তাকে। আদালতে আত্মসমর্পণের পর অভিনেত্রীর শর্তসাপেক্ষ জামিন মঞ্জুর করেন আদালত। আগামী ২১ জুন মামলার শুনানিতে আমিশাকে সশরীরে কোর্টে হাজির থাকার নির্দেশ দিয়েছেন বিচারক। আমিশা প্যাটেলের বিরুদ্ধে এ প্রতারণার মামলা করেছিলেন রাঁচির বাসিন্দা প্রযোজক অজয় কুমার সিং। তার অভিযোগ, ২০১৮ সালে আমিশা তাকে ‘দেশি ম্যাজিক’ নামের একটি ছবির জন্য অর্থ বিনিয়োগ করতে বলেন। অভিনেত্রীকে ২.৫ কোটি রুপি দেন তিনি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়