মশার লার্ভার ঘনত্ব পরিমাপ ও ম্যাপিং কার্যক্রম শুরু আজ

আগের সংবাদ

ভূ-রাজনীতির নতুন ক্ষেত্র ‘ব্রিকস’ : যুক্তরাষ্ট্রের ওপর চাপ বাড়াচ্ছে বাংলাদেশ, ভারত-বাংলাদেশ সম্পর্কে নতুন মাত্রা

পরের সংবাদ

অবকাশকালে চেম্বার জজ বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকী

প্রকাশিত: জুন ১৯, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ১৯, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদ : সুপ্রিম কোর্টের অবকাশকালীন ছুটিতে চেম্বার জজের দায়িত্ব পালন করবেন আপিল বিভাগের বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকী। আগামী ২২ জুন থেকে ৬ জুলাই পর্যন্ত সুপ্রিম কোর্ট অবকাশকালীন ছুটিতে যাচ্ছে। এই সময় চেম্বার জজ হিসেবে দায়িত্ব পালনের জন্য বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকীকে মনোনীত করা হয়েছে। এ বিষয়ে গতকাল রবিবার বিজ্ঞপ্তি জারি করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন।
এতে বলা হয়, প্রধান বিচারপতি আগামী ২২ জুন থেকে ৬ জুলাই পর্যন্ত সাপ্তাহিক ছুটি ও সরকারের ঘোষিত ছুটিসহ কোর্টের অবকাশকালে আপিল বিভাগের মামলাসংক্রান্ত জরুরি বিষয়াদি নিষ্পত্তির জন্য অবকাশকালীন জজ হিসেবে বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকীকে মনোনীত করেছেন। আগামী ২২, ২৫, ২৬, ২৭ জুন ও ৫, ৬ জুলাই সকাল ১১টা থেকে অবকাশকালীন চেম্বার জজ হিসেবে বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকী আপিল বিভাগের চেম্বার কোর্টে শুনানি নেবেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়