জিএম কাদের : স্বাধীনতার ৫০ বছরেও দেশে সাংবাদিকতা অনিরাপদ

আগের সংবাদ

রাজশাহীতে লিটনকে টেক্কা দেয়ার মতো প্রতিদ্ব›দ্বী নেই

পরের সংবাদ

সুনামগঞ্জে বজ্রপাতে তিনজনের প্রাণহানি আতঙ্কে হাওড়বাসী

প্রকাশিত: জুন ১৮, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ১৮, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের দিরাইয়ে মাছ ধরতে গিয়ে এক জেলে ও সুনামগঞ্জ সদর উপজেলার চলতি নদীতে বালি উত্তোলন করতে গিয়ে বজ্রপাতে বিশ্বম্ভরপুর উপজেলার দুই বারকি শ্রমিকের মৃত্যু হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শনিবার ভোররাতে দিরাই উপজেলার ছায়ার হাওড়ে মাছ ধরতে যান দিরাই উপজেলার চরনারচর ইউনিয়নের দৌলতপুর গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে আব্দুল মালেক। এ সময় প্রচণ্ড ঝড়বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হলে আকস্মিক বজ্রপাতে ঘটনাস্থলেই মালেকের মৃত্যু হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।
এদিকে একই দিন সকাল ১০টার দিকে প্রচণ্ড ঝড়বৃষ্টির কবলে পড়ে জেলার বিশ্বম্ভরপুর উপজেলার সলুকাবাদ ইউনিয়নের জিনারপুর গ্রামে দুই বারকি শ্রমিকের বজ্রপাতে মৃত্যু হয়। নিহতরা হলেন- উপজেলার জিনারপুর গ্রামের ফরহাদ মিয়ার ছেলে সেলিম মিয়া (২৭) ও একই গ্রামের শিশু মিয়ার ছেলে জয়নাল মিয়া (৩৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, একই দিন সকালে সুনামগঞ্জ সদর উপজেলার চলতি নদীতে বালি উত্তোলন করতে গিয়েছিলেন দুই শ্রমিক। আকস্মিক বজ্রপাতের ঘটনায় ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। দিরাই ও বিশ্বম্ভরপুর থানার ওসি বজ্রপাতে তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
সুনামগঞ্জে এর আগে গত বৃহস্পতিবার জেলার ছাতক ও দোয়ারাবাজার উপজেলার হাওড়ে কৃষি কাজ করার সময় দুই কৃষকের মৃত্যুর ঘটনায় হাওড় এলাকার মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এদিকে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় সর্বসাধারণকে হাওড়ে বের না হওয়ার পরামর্শ দিয়েছে জেলা প্রশাসন। জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী জানিয়েছেন, নিহত হওয়া প্রত্যেক পরিবারের সদস্যদের নগদ অর্থ সহায়তা দেয়া হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়