জিএম কাদের : স্বাধীনতার ৫০ বছরেও দেশে সাংবাদিকতা অনিরাপদ

আগের সংবাদ

রাজশাহীতে লিটনকে টেক্কা দেয়ার মতো প্রতিদ্ব›দ্বী নেই

পরের সংবাদ

শয্যা পাশে ফখরুল : বিএনপি নেতা খন্দকার মোশাররফ সিসিইউতে

প্রকাশিত: জুন ১৮, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ১৮, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে তার চিকিৎসা চলছে।
গতকাল শনিবার খন্দকার মোশাররফের ছেলে খন্দকার মারুফ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘বাবা এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন।’
ছেলে খন্দকার মারুফ হোসেন আরো জানান, গত শুক্রবার সকালে সেগুন বাগিচায় বিএনপির মিডিয়া সেল আয়োজিত আলোচনা সভা এবং দুপুরে মহানগর উত্তর বিএনপির পদযাত্রায় যোগ দেন খন্দকার মোশাররফ। মিরপুর স্বপ্না শপিং শপ মোড়ের সামনে থেকে আগারগাঁও পর্যন্ত পদযাত্রায় অংশ নেন তিনি।
রাতে বাসায় ফেরার পর বুকে কিছুটা ব্যথা অনুভব করলে এভারকেয়ার হাসপাতালে তাকে ভর্তি করা হয়।
এদিকে এভারকেয়ার হাসপাতালে ড. খন্দকার মোশাররফকে দেখতে গিয়েছেন বিএনপির মহাসচিব মিজা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার বিকাল সাড়ে ৩টায় এভারকেয়ার হাসপাতালে যান মির্জা ফখরুল। বিষয়টি নিশ্চিত করে বিএনপির মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান জানান, বিএনপির মহাসচিব বেশ কিছুক্ষণ ড. মোশাররফের শয্যা পাশে বসে থাকেন এবং তার শারীরিক ও চিকিৎসার খোঁজখবর নেন।
মোশাররফ হোসেনের এমআরআই করা হয়েছে জানিয়ে শায়রুল বলেন, এখনো আরো কিছু শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করা হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়