জিএম কাদের : স্বাধীনতার ৫০ বছরেও দেশে সাংবাদিকতা অনিরাপদ

আগের সংবাদ

রাজশাহীতে লিটনকে টেক্কা দেয়ার মতো প্রতিদ্ব›দ্বী নেই

পরের সংবাদ

নারায়ণগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে আহত ৪

প্রকাশিত: জুন ১৮, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ১৮, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : নারায়ণগঞ্জের ভুলতা গাউছিয়ায় ওয়েল্ডিংয়ের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে ৪ জন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
গতকাল শনিবার সকাল সাড়ে ৮টার দিকে ভুলতা গাউছিয়া আউখাবর এলাকার তারা ওয়েল্ডিং কারখানায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন- তরিকুল ইসলাম (২৩), মাহিম শেখ (১৯), মো. রাসেল (৩০) ও শামীম গাজী (৪০)।
তারা ওয়েল্ডিং কারখানার কর্মচারী মো. হাবিবুর রহমান জানান, কারখানাটির পাশেই গুদামের জন্য নতুন করে একটি ঘর তৈরির কাজ করছিলেন কর্মচারীরা। ওই সময় স্টিলের পাইপ দিয়ে তৈরি বিশেষ ধরনের মইয়ে (স্ক্যাফোল্ডিং) দাঁড়িয়ে ওয়েল্ডিং করছিলেন ওই ৪ কর্মচারী। মইটি এক জায়গা থেকে আরেক জায়গায় নেয়ার সময় পাশে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে যায়। তখন মইটি ধরে থাকা ৪ জন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছিটকে পড়েন। সঙ্গে সঙ্গে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়