জিএম কাদের : স্বাধীনতার ৫০ বছরেও দেশে সাংবাদিকতা অনিরাপদ

আগের সংবাদ

রাজশাহীতে লিটনকে টেক্কা দেয়ার মতো প্রতিদ্ব›দ্বী নেই

পরের সংবাদ

ঢাবি অধিভুক্ত ৭ কলেজ : বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

প্রকাশিত: জুন ১৮, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ১৮, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

ঢাবি প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের বিজ্ঞান ইউনিটের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকার ১২টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ বছর বিজ্ঞান ইউনিটের ৬ হাজার ৫৫০টি আসনের বিপরীতে ৩৮ হাজার ৭৭৬ জন ভর্তিচ্ছু পরীক্ষায় অংশগ্রহণ করে। পরীক্ষা চলাকালীন ইডেন মহিলা কলেজ পরিদর্শন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

এ সময় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন এবং বিজ্ঞান ইউনিটে ভর্তি পরীক্ষার সমন্বয়কারী অধ্যাপক ড. মো. আব্দুস ছামাদ উপস্থিত ছিলেন। এর আগে গত শুক্রবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাবি অধিভুক্ত সাত কলেজের কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিট এবং বিকাল সাড়ে ৩টা থেকে ৫টা পর্যন্ত প্রযুক্তি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়