পররাষ্ট্র মন্ত্রণালয় : সবাই সার্বভৌমত্বকে সম্মান দেখাবে- এই প্রত্যাশা বাংলাদেশের

আগের সংবাদ

মেয়র প্রার্থীদের প্রতিশ্রæতির ফুলঝুরি : ‘পরিকল্পিত সিলেটে’ প্রাধান্য

পরের সংবাদ

মালয়েশিয়ায় বাংলাদেশি গবেষকের মরদেহ উদ্ধার

প্রকাশিত: জুন ১৭, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ১৭, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ ডেস্ক : মালয়েশিয়ায় বাংলাদেশি এক নারী পিএইচডি গবেষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার সেরি কেমবাঙ্গানের সারডাং পেরদানায় তার বাড়ি থেকে মরদেহ উদ্ধার হয়। সারডাং জেলা পুলিশের প্রধান সহকারী কমিশনার এ এ আনবালাগান জানান, পুলিশ বৃহস্পতিবার বিকেল ৩টা ৬ মিনিটে একজন ব্যক্তির কাছ থেকে ওই নারীর বিষয়ে একটি ফোন পান। তার স্বামী ৩৪ বছর বয়সি বাংলাদেশির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিলেন কিন্তু ব্যর্থ হন। পরে পুলিশকে খবর দেয়া হয়।
তিনি আরো জানান, প্রাথমিকভাবে জানা গেছে, ঘটনার আগে ভুক্তভোগী ও তার বন্ধুরা একটি ডিনার পার্টিতে যোগ দিয়েছিলেন। পার্টি চলাকালে ওই নারীকে কিছুটা বিষন্ন দেখাচ্ছিল। আনবালাগান আরো বলেন, ওই নারী তার এক বন্ধুকে জানিয়েছিলেন, তিনি নিজ শহরে ফিরে যেতে আগ্রহী নন। তার মা বেঁচে নেই। বাংলাদেশে তার বাবা ও স্বামী রয়েছেন। ব্যক্তিগত কারণে দেশে ফিরে যেতে অসন্তুষ্ট ছিলেন।
তবে সারডাং হাসপাতালের ময়নাতদন্তের প্রতিবেদনের অপেক্ষায় রয়েছে পুলিশ। মামলাটি আকস্মিক মৃত্যু (এসডিআর) হিসেবে রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছেন আনবালাগান। তদন্তের স্বার্থে ওই নারীর নাম পরিচয় প্রকাশ করেনি দেশটির পুলিশ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়