পররাষ্ট্র মন্ত্রণালয় : সবাই সার্বভৌমত্বকে সম্মান দেখাবে- এই প্রত্যাশা বাংলাদেশের

আগের সংবাদ

মেয়র প্রার্থীদের প্রতিশ্রæতির ফুলঝুরি : ‘পরিকল্পিত সিলেটে’ প্রাধান্য

পরের সংবাদ

নরসিংদীর প্রবীণ আ.লীগ নেতা মতিন ভূঁইয়া আর নেই

প্রকাশিত: জুন ১৭, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ১৭, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

নরসিংদী প্রতিনিধি : পরপারে পাড়ি জমালেন নরসিংদী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ আব্দুল মতিন ভূঁইয়া। গত বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। গত বুধবার হৃদরোগ জনিত কারণে তাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। তার বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি স্ত্রী, ১ ছেলে, ১ মেয়ে ও আত্মীয়স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। নরসিংদী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পীরজাদা আলহাজ মোহাম্মদ আলী আব্দুল মতিন ভূঁইয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা একজন বর্ষীয়ান রাজনীতিবিদ হারিয়েছি। তার শূন্যতা অপূরণীয়। নরসিংদী জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে গভীর শোক ও দুঃখ প্রকাশ এবং তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। তিনি আরো বলেন, নরসিংদী জেলা আওয়ামী লীগের গ্রহণযোগ্য নেতাদের মধ্যে আব্দুল মতিন ভূঁইয়া অন্যতম। তিনি নরসিংদী জেলা আওয়ামী লীগের পোস্টার হিসেবে পরিচিত ছিলেন। ঢাকা থেকে তার মরদেহ নরসিংদীতে আনার পর গতকাল শুক্রবার বাদ জুমা দত্তপাড়ার ঐতিহাসিক ঈদগাহ ময়দানে নামাজে জানাজা শেষে পূর্বদত্তপাড়া কবরস্থানে তাকে দাফন করা হয় বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়। আব্দুল মতিন ভূঁইয়া নরসিংদী শহরের ৫নং ওয়ার্ডের দত্তপাড়া এলাকার মরহুম আলহাজ আফছার উদ্দিন ভূঁইয়ার ছেলে এবং নরসিংদী সদর-১ আসনের সাবেক সাংসদ জেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা ও আমৃত্যু সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোছলেহ উদ্দিন ভূঁইয়ার ছোট ভাই। মরহুমের পারিবারিক সূত্রে জানা যায়, বেশ কিছুদিন ধরে আব্দুল মতিন ভূঁইয়া হৃদরোগে ভুগছিলেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়