পররাষ্ট্র মন্ত্রণালয় : সবাই সার্বভৌমত্বকে সম্মান দেখাবে- এই প্রত্যাশা বাংলাদেশের

আগের সংবাদ

মেয়র প্রার্থীদের প্রতিশ্রæতির ফুলঝুরি : ‘পরিকল্পিত সিলেটে’ প্রাধান্য

পরের সংবাদ

চট্টগ্রাম বাসে তল্লাশি চালিয়ে ১০ কেজি স্বর্ণ উদ্ধার, গ্রেপ্তার ৪

প্রকাশিত: জুন ১৭, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ১৭, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম অফিস : চট্টগ্রামে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে প্রায় দশ কেজি স্বর্ণসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার চারজন কক্সবাজার থেকে বাঁশখালী হয়ে ফিরছিলেন। পুলিশ জানিয়েছে, স্বর্ণ গলিয়ে টুকরো ও দণ্ডাকৃতি করে তারা সেগুলো হেফাজতে রেখেছিলেন। কোমরে গুঁজে রাখা এসব স্বর্ণ নগরের হাজারীগলিতে পাচারের উদ্দেশ্য ছিল তাদের।
গতকাল শুক্রবার দুপুর ১২ টার দিকে কর্ণফুলী থানার শাহ আমানত সেতু সংলগ্ন চেকপোস্টে মারসা পরিবহনের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি করে এসব স্বর্ণ জব্দ করা হয়। বাসটি কক্সবাজার থেকে চট্টগ্রাম নগরীতে যাচ্ছিল। গ্রেপ্তার চারজন হলেন- নারায়ণ ধর (৩৮) ও তার স্ত্রী জুলি ধর (৩৫), অলক ধর (২৩) ও গীতা ধর (৩৮)। তাদের সবার বাড়ি বাঁশখালী উপজেলার সাধনপুর ইউনিয়নে।
নগর পুলিশের সহকারী কমিশনার (কর্ণফুলী জোন) মো. আরিফ হোসেন বলেন, আটক হওয়াদের মধ্যে দুজন (পুরুষ) স্বর্ণকারিগর।
তাদের স্ত্রীরা গৃহিণী হলেও এসব কাজে স্বামীদের তারা সহযোগিতা করত। স্বর্ণ কারিগর হিসেবে কাজ করার সুবাদে তাদের সঙ্গে চোরাচালানিদের যোগাযোগ হয়েছে। এই সুযোগে তারা সোনাগুলো কক্সবাজার থেকে সংগ্রহ করে চট্টগ্রামে নিয়ে যাচ্ছিল। আটক দুই নারী কোমরে সুকৌশলে বেঁধে আনছিল স্বর্ণগুলো।
কর্ণফুলী থানার ওসি দুলাল মাহমুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে মারসা পরিবহনের ওই বাসে চার যাত্রীর ব্যাগে তল্লাশি করে স্বর্ণগুলো উদ্ধার করা হয়। টুকরো-দণ্ডাকৃতির স্বর্ণগুলোর ওজন ৯ কেজি ৬২৩ গ্রাম, যার বাজারমূল্য আনুমানিক আট কোটি টাকা। এসব স্বর্ণ হেফাজতে রাখার কোনো বৈধ কাগজপত্র তারা দেখাতে পারেননি। তাদের গন্তব্য ছিল হাজারীগলি। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়