পররাষ্ট্র মন্ত্রণালয় : সবাই সার্বভৌমত্বকে সম্মান দেখাবে- এই প্রত্যাশা বাংলাদেশের

আগের সংবাদ

মেয়র প্রার্থীদের প্রতিশ্রæতির ফুলঝুরি : ‘পরিকল্পিত সিলেটে’ প্রাধান্য

পরের সংবাদ

গুম-খুন করে এবার শেষ রক্ষা হবে না সরকারের : সিরাজগঞ্জে মির্জা ফখরুল

প্রকাশিত: জুন ১৭, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ১৭, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

হেলাল উদ্দিন, সিরাগঞ্জ থেকে : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই সরকার জুলুম-নির্যাতন, জবর দখল এবং গুলি চালিয়ে মানুষ হত্যা করে ক্ষমতায় টিকে আছে। গত ১৪/১৫ বছর ধরে তারা পাথরের মতো ক্ষমতায় বসে আছে, সরানো যাচ্ছে না।
গতকাল শুক্রবার বিকালে সিরাজগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে ইসলামিয়া সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত গণপ্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি এবং স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু ও চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য আমান উল্লাহ আমানের বিরুদ্ধে সাজা দেয়ার প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করা হয়।
সরকারের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, সরকার পতনের যুগপৎ আন্দোলনকে স্তব্ধ করতে ও আন্দোলন থেকে দূরে রাখতে বিএনপি নেতাদের বিরুদ্ধে মামলা ও রায় দেয়া হচ্ছে। আর সেই ধারাবাহিকতায়ই বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু ও চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য আমান উল্লাহ আমানের বিরুদ্ধে ফরমায়েশি রায় দেয়া হয়েছে। কিন্তু ফরমায়েশি রায় বহাল রেখে আর নেতাকর্মীদের নামে মামলা দিয়ে এবং গুম-খুন করে সরকারের এবার শেষ রক্ষা হবে না।
তারা একতরফা কারচুপির নির্বাচনের পথে হাঁটছে। বাংলাদেশ সম্পূর্ণভাবে একদলীয় শাসন ব্যবস্থার জাঁতাকলে পড়েছে, ভোটাধিকার হরণ করা হয়েছে। সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচনের জন্য বিএনপির নেতৃত্বে আন্দোলন করা হচ্ছে। একমাত্র জনগণের উত্তাল আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটানো সম্ভব। তত্ত্ববাধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে সরকারকে বাধ্য করা হবে।
জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর সঞ্চালনায় অনুষ্ঠিত গণপ্রতিবাদ সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) রুহুল কুদ্দুস তালুকদার দুলু, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা, বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সহসম্পাদক কামরুজ্জামান রতন ও সহপ্রচার সম্পাদক আমিরুল ইসলাম খান আলীমসহ জেলা ও উপজেলার নেতারা।
বিকাল থেকে বৈরী আবহাওয়ার মধ্যে জনসভা চলতে থাকে। মির্জা ফখরুলের বক্তব্য চলাকালে মুসুলধারে বৃষ্টি নামতে থাকে। তবুও অন্যরা সভাস্থল ত্যাগ করলেও একাংশের নেতাকর্মীরা বৃষ্টি উপক্ষা করে মির্জা ফখরুল ইসলামের বক্তব্য শুনতে থাকেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়