সন্ত্রাসীদের বিরুদ্ধে মামলা করে বিপাকে ভুক্তভোগীরা

আগের সংবাদ

উন্নয়ন ও প্রত্যাশায় ফারাক অনেক : ক্লিন সিটি খ্যাত রাজশাহীর মানুষ অনেক সেবা পান না

পরের সংবাদ

মেঘ ও মানুষ

প্রকাশিত: জুন ১৬, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ১৬, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

মেঘ ধরতে চাওয়ার বাসনা আমার আজীবনের,
মানুষের মনের জগৎ ঠিক এমনই
যাকে পাবে না তার প্রতিই তার অদ্ভুত পাওয়ার এক আকাক্সক্ষা
ঠিক তার মনোজগতে তৈরি হয়ে যায়।
বনলতা সেনকে কে কবে দেখেছে ধানসিঁড়িটির তীরে,
মনে মনে আমিও যে সত্যিকারের বনলতা সেন হতে
কাজলের কালোয় রাঙিয়ে নিয়েছি বহুবার চোখ জোড়া
জানি হাজার বছর ধরে আমার জন্য কেউ অপেক্ষা করেনি।
এই যেমন ঝুম বৃষ্টিতে আমার তখন ভীষণ ইচ্ছে করে পাহাড়ের কাছাকাছি,
কোনও একটা কটেজে থাকতে।
কটেজের বারান্দায় দাঁড়িয়ে দূরের সবুজ পাহাড়টার সৌন্দর্য উপভোগ করতে,
কিন্তু বাস্তবে তখন শহরের ইট পাথরের বারান্দায় দাঁড়িয়ে।
না দেখি পাহাড়, না দেখি হঠাৎ চোখাচোখি হওয়া কোনও এক আগন্তুক,
দেখতে যে অবিকল রবীন্দ্রনাথের মতো।
পাবো না জেনেও ধরতে চাই মেঘ দেখতে চাই পাহাড়
নয়তো হঠাৎ চোখাচোখি হওয়া কোনও এক আগন্তুক।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়