সন্ত্রাসীদের বিরুদ্ধে মামলা করে বিপাকে ভুক্তভোগীরা

আগের সংবাদ

উন্নয়ন ও প্রত্যাশায় ফারাক অনেক : ক্লিন সিটি খ্যাত রাজশাহীর মানুষ অনেক সেবা পান না

পরের সংবাদ

অনাগত দূর

প্রকাশিত: জুন ১৬, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ১৬, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

কতোটা দূর হেঁটে গেলে ধরা দেয় পরাস্ত জীবন।
কতোটা মাপ মেপে গেলে মিলে যায় খাতার হিসাব-
আর যদি শুরুতেই হিসাবের খাতা গরমিলে ভরে থাকে
বেহিসাবের গোলির ভিতর-
তাহলে বলতো তুমি, পরিহাসের পরাস্ত জীবন-
দূর কেনো কাছে এসে বাঁধে না রে বাসা
গোপনীয় ফেরারী পালক।
করুণ চিহ্নের কাছে কীভাবে যে আশা নিয়ে বাঁচি!
ওরে ও বেহিসাবের দূরাগত মরীচিকা গোলি।
দূরের বাসনা নিয়ে আজীবন সেঁচেই গেলাম
দরিয়ার অথৈ পানি- পরাজিত জীবনের অন্তিম দীর্ঘশ্বাসে।
অনুভবের দেয়াল চিনে যদি তুমি পা ফেলো পথের ধুলোয়-
তবে কি শরীর জুড়ে দেখা দেবে কাক্সিক্ষত ভোরের বাতাস।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়