প্রশিক্ষণার্থী চিকিৎসকদের আন্দোলন দুদিন স্থগিত : প্রয়োজনে প্রধানমন্ত্রীর কাছে যাওয়ার আশ্বাস বিএসএমএমইউ উপাচার্যের

আগের সংবাদ

আনন্দে পাঠ উৎসবে মূল্যায়ন : ষষ্ঠ ও সপ্তমে চলছে ‘ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন উৎসব’, ঈদুল আজহার পর মূল্যায়নের বিশ্লেষণ

পরের সংবাদ

মাকে ভালোবেসে ‘দ্বিতীয় তাজমহল’

প্রকাশিত: জুন ১৫, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ১৫, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ ডেস্ক : মুঘল সম্রাট শাহজাহানের তাজমহল নির্মাণ করেছিলেন। তারই আদলে দ্বিতীয় তাজমহল তৈরি হলো দক্ষিণ ভারতে। সম্রাট শাহজাহান তাজমহল নির্মাণ করেছিলেন তার স্ত্রী মমতাজের স্মৃতির উদ্দেশে। তবে এবার ভালোবাসার জন্য নয় নিজের মাকে ভালোবেসে তার স্মৃতি রক্ষার্থে ভারতে দ্বিতীয় তাজমহল গড়লেন তামিলনাড়ুর ব্যবসায়ী আমিরউদ্দিন শেখ দাউদ।
তামিলনাড়ুর রাজধানী চেন্নাইয়ে তিরুভারুর জেলার আম্মাইপ্পানের বাসিন্দা আমিরউদ্দিন শেখ দাউদ। তার বয়স যখন মাত্র ১১ বছর, তখনই তার বাবার অকালমৃত্যু ঘটে। এরপর থেকে একটি হার্ডওয়্যারের দোকান চালিয়ে চার মেয়ে ও এক ছেলেকে নিয়ে একাই সংসারের ভার সামলেছিলেন তার মা আব্দুল কাদার জিলানি বিবি। স্নাতক হওয়ার পর চেন্নাইয়ে নিজের ব্যবসা শুরু করেন অমরউদ্দিন। ২০২০ সালে মা জিলানি বিবি মারা যাওয়ার পরই তার স্মৃতিতে তাজমহলের আদলে একটি স্মৃতিসৌধ নির্মাণের সিদ্ধান্ত নেন আমিরউদ্দিন।
ছোট বয়সে বাবাকে হারানোর পর মা-ই আমিরউদ্দিনের পৃথিবীতে একমাত্র ভরসা ছিলেন। তাই মায়ের মৃত্যু তাকে খুবই ব্যথিত করে। তিরুবরুরে নিজের জমিতেই মায়ের দেহ কবর দেওয়ার সিদ্ধান্ত নেন আমিরউদ্দিন। একইসঙ্গে মায়ের স্মৃতিতে তাজমহলের মতো স্মারক তৈরি করতে চান তিনি। তার এই সিদ্ধান্তকে সমর্থন করেছিল তার পরিবারও।
তাজমহলের আদলে স্মৃতিসৌধটি নির্মাণের জন্য আমিরউদ্দিন রাজস্থান থেকে মার্বেল ও দক্ষ শ্রমিক আনার ব্যবস্থা করেন। ২০২১ সালের জুন থেকে কাজ শুরু হয়। দুই বছর ধরে স্থানীয় শ্রমিকদের সঙ্গে মিলিতভাবে পাঁচ কোটি টাকা ব্যয়ে দুই শতাধিক মানুষ মিলে এই স্মৃতিসৌধ গড়ে তোলেন। চলতি বছরে জুন মাসের ২ তারিখে এই স্মৃতিসৌধটি সাধারণ মানুষের জন্য উন্মোচন করে দেয়া হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়