প্রশিক্ষণার্থী চিকিৎসকদের আন্দোলন দুদিন স্থগিত : প্রয়োজনে প্রধানমন্ত্রীর কাছে যাওয়ার আশ্বাস বিএসএমএমইউ উপাচার্যের

আগের সংবাদ

আনন্দে পাঠ উৎসবে মূল্যায়ন : ষষ্ঠ ও সপ্তমে চলছে ‘ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন উৎসব’, ঈদুল আজহার পর মূল্যায়নের বিশ্লেষণ

পরের সংবাদ

পুত্রের পরিচালনায় সোহেল রানা

প্রকাশিত: জুন ১৫, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ১৫, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

বিনোদন প্রতিবেদক : অনেক আগেই অভিনয় থেকে নিজেকে গুটিয়ে নিয়েছেন একসময়ের জনপ্রিয় অভিনেতা সোহেল রানা। ফলে দীর্ঘ সময় ধরে অভিনয় থেকে দূরে তিনি। আগে চলচ্চিত্রের বিভিন্ন অনুষ্ঠানে দেখা গেলেও এখন আর দেখা মেলে না তার। করোনার শুরু থেকেই নিজেকে ঘরবন্দি রেখেছেন তিনি। মাঝে শারীরিকভাবে অসুস্থ হলে চিকিৎসার জন্য বিদেশে গিয়েছিলেন তিনি। দেশে ফিরে ফের নিজেকে ঘরবন্দি করেন। এভাবেই তার দিন-রাত কাটছে। তবে সোহেল রানা ভক্তদের জন্য সুখবর হচ্ছে নতুন সিনেমার মাধ্যমে ফের অভিনয়ে এ অভিনেতা। ছেলে মাশরুর পারভেজের পরিচালনায় অভিনয়ে তিনি। প্রথম সিনেমা ‘রাইয়ান’র পর ‘গোয়িং হোম’ নামে আরেকটি সিনেমা বানিয়েছেন মাশরুর। বিভিন্ন দেশের চলচ্চিত্র উৎসবে প্রশংসিত হয়েছে এটি। গত বছরের সেপ্টেম্বরে যুক্তরাজ্যে মুক্তির পর সিনেমাটি এবার আসছে বাংলাদেশে। মাশরুর জানিয়েছেন, জুলাই মাসে দেশের হলে ‘গোমিং হোম’ মুক্তি দিতে চান তিনি। এ সিনেমায় ছেলের পরিচালনায় অভিনয় করেছেন সোহেল রানা। ছেলের গল্প, পরিচালনার ধরন নিয়ে উচ্ছ¡সিত তিনি। গোয়িং হোম সিনেমার মূল চরিত্রে অভিনয় করেছেন মাশরুর নিজেই। অন্যান্য চরিত্রে আছেন নতুন অভিনয় শিল্পী নুসরাত জাহান জেরি, ফাহিম ফারুকসহ অনেকে। ‘গোয়িং হোম’ সিনেমাটি তৈরি হয়েছে এক যুবকের শিকড়ে ফেরার আকুলতা নিয়ে। এ গল্পে মিলেমিশে গেছে বাস্তবতা আর গভীর জীবনবোধ। শুধু অভিনয় ও পরিচালনা নয়, ‘গোয়িং হোম’ সিনেমার গল্প, চিত্রনাট্যও লিখেছেন মাশরুর। এরই মধ্যে ইউটিউবে প্রকাশ পেয়েছে সিনেমার ট্রেলার ও দু-একটি দৃশ্যের ক্লিপস।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়