প্রশিক্ষণার্থী চিকিৎসকদের আন্দোলন দুদিন স্থগিত : প্রয়োজনে প্রধানমন্ত্রীর কাছে যাওয়ার আশ্বাস বিএসএমএমইউ উপাচার্যের

আগের সংবাদ

আনন্দে পাঠ উৎসবে মূল্যায়ন : ষষ্ঠ ও সপ্তমে চলছে ‘ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন উৎসব’, ঈদুল আজহার পর মূল্যায়নের বিশ্লেষণ

পরের সংবাদ

পানির নিচে ১০০ দিন কমল উচ্চতা

প্রকাশিত: জুন ১৫, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ১৫, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ ডেস্ক : গবেষণা অভিযানের অংশ হিসেবে ১০০ দিন পানির নিচে বসবাস করেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর জোসেফ দিতুরি। এরমাধ্যমে সবচেয়ে বেশি সময় সমুদ্রের তলদেশে থাকার বিশ্বরেকর্ড গড়েছেন তিনি।
মেরিন রিসোর্স ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের ‘প্রজেক্ট নেপচুন ১০০’ এর অংশ হিসেবে তিনি ফ্লোরিডায় অবস্থিত জুলস আন্ডার সি লজ হোটেলে যান। এটি পানির নিচে অবস্থিত যুক্তরাষ্ট্রের একমাত্র হোটেল। এই গবেষণার লক্ষ্য ছিল, সমুদ্রের তলদেশে তীব্র চাপের মধ্যে মানুষের শরীরে কেমন প্রভাব পড়ে- সেটি দেখা।
আর ১০০ দিন পানির নিচে থাকায় তীব্র চাপে প্রফেসর জোসেফ দিতুরি দেখতে পেয়েছেন, তার উচ্চতা হাফ ইঞ্চি (এক ইঞ্চির অর্ধেক) কমে গেছে। দক্ষিণ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, প্রফেসর দিতুরির মধ্যে আরো কিছু পরিবর্তন লক্ষ্য করা গেছে। যেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো- তার ঘুমের ব্যাপক উন্নতি হয়েছে, কোলেস্টরেল মাত্রা ও প্রদাহ অনেক কমে গেছে। পানিরে নিচে যাওয়ার আগে এবং পরে প্রফেসর দিতুরির দেহে আরো সেসব পরিবর্তন হয়েছে আগামী কয়েক মাসে সেগুলো পরীক্ষা-নিরীক্ষা করা হবে। তার ইচ্ছা নভেম্বরে স্কটল্যান্ডে ওয়ার্ল্ড এক্সট্রিম মেডিসিন কনফারেন্সে এই ফলাফল প্রকাশ করবেন তিনি। এদিকে ৫৫ বছর বয়সি প্রফেসর দিতুরি গত ১ মার্চ সমুদ্রের তলদেশে যান। সেখানে দীর্ঘ ১০০ দিন অতিবাহিত করে ১১ জুন ওপরে উঠে আসেন তিনি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়