প্রশিক্ষণার্থী চিকিৎসকদের আন্দোলন দুদিন স্থগিত : প্রয়োজনে প্রধানমন্ত্রীর কাছে যাওয়ার আশ্বাস বিএসএমএমইউ উপাচার্যের

আগের সংবাদ

আনন্দে পাঠ উৎসবে মূল্যায়ন : ষষ্ঠ ও সপ্তমে চলছে ‘ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন উৎসব’, ঈদুল আজহার পর মূল্যায়নের বিশ্লেষণ

পরের সংবাদ

দর্শক মাতাচ্ছে ‘কথা কইয়ো না’

প্রকাশিত: জুন ১৫, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ১৫, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

বিনোদন প্রতিবেদক : দর্শক মনে ফুল ফুটেছে কোক স্টুডিও বাংলার নতুন গানে। গানের শিরোনাম ‘কথা কইয়ো না’। ফিউশনধর্মী মিউজিক প্ল্যাটফর্ম কোক স্টুডিও বাংলার দ্বিতীয় সিজনের নতুন গান এটি। শনিবার সন্ধ্যা ৭টায় অন্তর্জালে উন্মুক্ত করা হয়েছে এটি। চার দিনেও রেশ কাটেনি এ গানের। ফেসবুক-টিকটকে ভেসে বেড়াচ্ছে গানের কথায় নেটিজেনদের ঠোঁট মেলানো ভিডিও। কেউ শেয়ার করেছেন এ গানে নাচ। এই গানে শহুরে রোমান্টিকতার সঙ্গে ঐতিহ্যবাহী ময়মনসিংহ গীতিকার মিশ্রণ করা হয়েছে। প্রিয়জনের সঙ্গে দেখা করার আকুতি ফুটে উঠেছে দুই ধাঁচের কথায়, সুরে। শনিবার থেকে আজ পর্যন্ত গানটি ইতোমধ্যে ইউটিউবে ৩৪ লাখ দর্শক দেখেছেন। এক বছর পর ফের এক হলেন তারা। হাশিমের আরো একটি গান উঠে এলো শিবলুর কণ্ঠে। এবারো মিউজিকের কাজটি সামলেছেন ইমন। তবে এবার বাড়তি আকর্ষণ হিসেবে যুক্ত হলেন লোকসংগীত শিল্পী আলেয়া বেগম। কোক স্টুডিও বাংলার নতুন এই গানটির সুর ও সংগীতায়োজনের পাশাপাশি ইমন চৌধুরী এই গানে কণ্ঠশিল্পীদের সঙ্গে সেতার ও ম্যান্ডালিনও বাজিয়েছেন। গানটিতে শিবলু ও আলেয়ার সঙ্গে দলীয় পরিবেশনাও রয়েছে। শিবলুর সঙ্গে আছেন আধুনিক বাদ্যযন্ত্র নিয়ে ব্যাক ভোকালের দল, অন্যদিকে আলেয়া বেগমের নেতৃত্বে নারী বাউলদের অর্কেস্ট্রা। সংশ্লিষ্টদের মতে, এই প্রথমবার কোনো প্ল্যাটফর্মে বাউল অর্কেস্ট্রা দেখা গেল।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়