হাসপাতালে খালেদা জিয়া

আগের সংবাদ

অপরাধের স্বর্গরাজ্য রোহিঙ্গা ক্যাম্প

পরের সংবাদ

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নতুন প্রজন্মকে তৈরি হতে হবে : শিক্ষামন্ত্রী

প্রকাশিত: জুন ১৪, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ১৪, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম অফিস : গতানুগতিক ধারা থেকে বেরিয়ে বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণায় জোর দেয়ার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, পরিবর্তিত বিশ্বে টিকে থাকতে হলে বিশ্ববিদ্যালয়গুলোকে গতানুগতিক ধারা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের গবেষণা ও দক্ষতায় জোর দিতে হবে। তবে বিজ্ঞান-প্রযুক্তি শিক্ষার সঙ্গে মানবিকতা ও সৃজনশীলতার সম্মিলন ঘটাতে হবে। তবেই একটি স্মার্ট ও মানবিক বাংলাদেশ গড়ে উঠবে। এই দেশকে যারা জঙ্গিবাদের রাষ্ট্র করতে চায় তাদের প্রতিহত করতে হবে। জঙ্গিবাদ নয়, যোগ্যতা ও মানবিকতার সমন্বয়ে সোনালি ভবিষ্যৎ তৈরি ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নতুন প্রজন্মকে তৈরি হতে হবে। এ মাটি নয় জঙ্গিবাদের, এ মাটি মানবতার।
মঙ্গলবার দুপুরে হোটেল আগ্রাবাদের হল রুমে আয়োজিত কোডার্স ট্রাস্ট চট্টগ্রাম ক্যাম্পাস উদ্বোধন অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, নতুন প্রজন্মকে দক্ষ মানুষ হিসেবে গড়ে তুলে কর্মসংস্থানের ব্যবস্থা করতে। তাদের পরিবর্তনশীল পৃথিবীতে খাপ খাইয়ে নেয়ার যোগ্য করে তুলতে সরকার কাজ করছে। যুগের চাহিদা অনুযায়ী পাঠ্যক্রম সৃষ্টি করে বিভিন্ন সফট স্কিলস শেখার পরিবেশ তৈরি করতে হবে। যার ফলাফল সুদূরপ্রসারী।
অনুষ্ঠানে উপস্থিত চবি উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতারকে ইঙ্গিত করে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ে গবেষণা বাড়ান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গবেষণায় বরাদ্দ বাড়িয়ে দিয়েছেন। গবেষণা করতে হবে। গবেষণার মাধ্যমে গবেষক তৈরি করতে হবে। দেশ আজ ডিজিটাল। আমাদের জীবনের অনেক বড় একটি অংশ ডিজিটাল প্রযুক্তি দখল করে আছে। তাই সবাইকে প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে দক্ষ হতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ওয়াসিকা আয়শা খান বলেন, গত ১৪ বছরে বাংলাদেশ অনেক এগিয়েছে। ২০০৭-২০০৮ অর্থবছরের বাজেট আর এখন ২০২৩ সালের বাজেট ৯ গুণ বেশি। আমরা কোথায় থেকে কোথায় পৌঁছেছি। দারিদ্র্য কমেছে, শিক্ষার হার বেড়েছে। ২০১০ সালে কারিগরি শিক্ষার হার ছিল ১ শতাংশ। এখন ১৭ শতাংশ। আর এই ১৭ শতাংশ থেকে ৫০ শতাংশ বৃদ্ধি করতে চাইলে কোডার্স ট্রাস্ট সবচেয়ে বড় ভূমিকা পালন করতে পারবে। বাংলাদেশের যে উন্নয়নের অভিযাত্রা সে জায়গায় আমাদের সবাইকে একযোগে কাজ করা দরকার।
বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরিন আখতার বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৩০ হাজার শিক্ষার্থী পড়াশোনা করে। আমাদের শিক্ষার্থীদের স্কিল ডেভেলপমেন্ট প্রয়োজন। কোডার্স ট্রাস্ট বাংলাদেশের চেয়ারম্যান আজিজ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মোহাম্মদ আমিনুর রহমান, চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান।
আমিনুল ইসলাম বলেন, আমরা জ্ঞান, বিজ্ঞান চর্চার একটি বাংলাদেশ গড়তে চাই। এজন্য দক্ষতা বাড়াতে হবে। দক্ষতা অর্জন করা ছাড়া কিছুই করা যায় না। উন্নতি করা যায় না। আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন- ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত ও ডিজিটাল দেশে পরিণত করবেন। সেই উদ্দেশ্য নিয়ে আমরা সবাই একত্রিত হয়ে কাজ করছি। সেই লক্ষ্যে দেশের প্রথম স্মার্ট জেলা হিসেবে চট্টগ্রামকে তৈরি করা হচ্ছে। রোবটিক্স, সাইন্স ক্লাব প্রতিষ্ঠা করা হচ্ছে। এখন নতুন নতুন স্কিল প্রয়োজন আমাদের শিক্ষা কার্যক্রমে। কোডাস ট্রাস্টের যে ট্রেনিং সেগুলো ইউনিয়ন পর্যায়ে পৌঁছে দিতে চাই।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়