হাসপাতালে খালেদা জিয়া

আগের সংবাদ

অপরাধের স্বর্গরাজ্য রোহিঙ্গা ক্যাম্প

পরের সংবাদ

বৈকালিক স্বাস্থ্যসেবা চালু আরো ১৩২ হাসপাতালে

প্রকাশিত: জুন ১৪, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ১৪, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : দেশে সরকারি হাসপাতালে বৈকালিক স্বাস্থ্যসেবায় আগ্রহ বেড়েছে মানুষের। আর তাই নতুন করে আরো ১৩২টি সরকারি হাসপাতালে ইনস্টিটিউশনাল বৈকালিক স্বাস্থ্যসেবা চালু করেছে সরকার। এ ধাপে ঢাকা বিভাগে রয়েছে ২৪টি হাসপাতাল। হাসপাতালগুলোতে এ কার্যক্রমের উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।
গতকাল মঙ্গলবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রী নতুন ১৩২ হাসপাতালে বৈকালিক স্বাস্থ্যসেবার উদ্বোধন করেন।

জাহিদ মালেক বলেন, বৈকালিক স্বাস্থ্যসেবা জনগণ ভালোভাবে নিয়েছে। চিকিৎসকরাও এ পদ্ধতিতে খুশি। যেহেতু এ প্রক্রিয়া ফলপ্রসূ হয়েছে এবং চাহিদা বাড়ছে সেহেতু আরো ১৩২টি হাসপাতালকে ইনস্টিটিউটশনাল প্র্যাকটিসের আওতায় আনছি। আমরা চেষ্টা করব নতুন এসব প্রতিষ্ঠানে আরো ভালো মানের সেবা নিশ্চিত করতে। এর আগে ৫১টি এবং এ ধাপে ১৩২টি মোট ১৮৩টি হাসপাতালে এ সেবা চালু থাকবে। আগামীতে এ সেবার মাধ্যমে আমাদের স্বাস্থ্যসেবার মান আরো বাড়ানো হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়