সংসদে বিল উত্থাপন : আমানত সুরক্ষা ট্রাস্ট তহবিল গঠন করবে বাংলাদেশ ব্যাংক

আগের সংবাদ

খুলনা-বরিশালে ‘উন্নয়ন’ ম্যাজিক : খুলনার উন্নয়ন ভাবনা ও ব্যক্তি ইমেজেই খালেকের বাজিমাত

পরের সংবাদ

বিদ্যুৎস্পৃষ্টে ২ হাত হারানো কিশোর : দেড় কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হাইকোর্টের রুল

প্রকাশিত: জুন ১৩, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ১৩, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই হাত হারানো কিশোর মো. সাদিকে দেড় কোটি টাকা ক্ষতিপূরণ কেন দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডসহ সংশিষ্টদের এ রুলের জবাব দিতে বলা হয়েছে। গতকাল সোমবার বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মো. শওকত আলী চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির।
পরে শিশির মনির গণমাধ্যমকে বলেন, গত ২ মার্চ শেখ সাদির বাবা বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের কাছে ক্ষতিপূরণ চেয়ে একটি আবেদন করে। কিন্তু কোনো জবাব না পেয়ে গত ২ মে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড বরাবর দেড় কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে আইনি নোটিস পাঠান। জবাব না পেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়। সেই রিটের শুনানিতে হাইকোর্ট রুল জারি করেন।
জানা যায়, ঢাকার ধামরাইয়ের বর্ণমালা স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র মো. শেখ সাদি। প্রতিদিন ধানসিঁড়ি আবাসিক এলাকার একটি পুকুরে গোসল করতে যেত সে। গত বছরের ১৫ জানুয়ারি দুপুরে গোসল করার জন্য পুকুরে ঝাঁপ দেয়। এ সময় পানিতে ঝুলে ছিল বিদ্যুতের তার। তাতে স্পৃষ্ট হয়ে তার উভয় হাতে আগুন ধরে যায়। আশপাশে থাকা লোকজন তাকে দ্রুত উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানের কর্তব্যরত চিকিৎসক তাকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠিয়ে দেন। জীবন বাঁচাতে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে কর্তব্যরত চিকিৎসকরা শেখ সাদির উভয় হাত কাঁধ থেকে কেটে ফেলেন। এ বিষয়ে শিশির মনির বলেন, দুর্ঘটনার স্থান ও তার আশপাশে প্রায়ই পল্লী বিদ্যুতের তার ঝুলে থাকত। বাংলাদেশ পল্লী বিদ্যুৎ সমিতির ধামরাই জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজারকে স্থানীয় লোকজন ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক তারের ব্যবস্থাপনার জন্য অনেকবার অনুরোধ করেন। কিন্তু কোনো ব্যবস্থা নেয়া হয়নি। পল্লী বিদ্যুৎ সমিতির অবহেলায় সাদি উভয় হাত হারিয়েছে। এ ঘটনায় বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড ঘটনায় দায় এড়াতে পারে না। তাই তাদের কাছে ক্ষতিপূরণ চাওয়া হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়