নম্বর জালিয়াতির অভিযোগ : নজরুল বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রককে হাইকোর্টে তলব

আগের সংবাদ

ভোটের হাওয়া কোন দিকে? বরিশালে চার প্রার্থীর মধ্যে তুমুল প্রতিদ্বন্দ্বিতার আভাস

পরের সংবাদ

মা যেনো একটি পৃথিবী

প্রকাশিত: জুন ৯, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ৯, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

মা যেনো একটি পৃথিবী,
যার কোলে বসবাস করে সবাই।
মা যেনো একটি সমুদ্র,
যার ঢেউয়ে ভেসে বেড়াই সবাই।
মা যেনো একটি সূর্য
যার আলোয় আলোকিত সবাই।
মা যেনো প্রশান্ত জলাশয়,
যার কোলো শান্তি খোঁজে সবাই।
মা যেনো একটি চাঁদ,
যার জ্যোৎস্নায় সাঁতার কাটে সবাই।
মা যেনো একটি দেশ
যার ভূমিতে জীবন কাটায় সবাই।
মা যেনো একটি বটবৃক্ষ
যার ছায়ায় ঘুমিয়ে পড়ি সবাই।
মা যেনো বিশুদ্ধ অক্সিজেন,
যার নিশ্বাসে বেঁচে আছি সবাই।
মা একটি ধারালো তলোয়ার আর ঢাল,
যার প্রভাবে অশুভ থেকে রক্ষা পাই সবাই।
মা যেনো একটি শক্তি,
যার শক্তিতে কর্মচঞ্চল আমরা সবাই।
মা যেনো একটি আত্মা,
যার ভিতর থেকে জন্ম নিয়েছি আমরা সবাই।
মা যেনো একটি ভালোবাসা
যার স্নেহে দিনের সূচনা করি আমরা সবাই।
মা যোনো অফুরন্ত কাব্যকথা
যার অসীম সীমানা
লিখে শেষ করতে পারবো না আমরা সবাই।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়