নম্বর জালিয়াতির অভিযোগ : নজরুল বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রককে হাইকোর্টে তলব

আগের সংবাদ

ভোটের হাওয়া কোন দিকে? বরিশালে চার প্রার্থীর মধ্যে তুমুল প্রতিদ্বন্দ্বিতার আভাস

পরের সংবাদ

নৈঃশব্দের ভেতর এবং বাহির

প্রকাশিত: জুন ৯, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ৯, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

একের অধিক বার
পোশাকের জটলা খুলে নগ্ন হই
পুলসিরাতের অসংখ্য ধাপ পেরিয়ে
আমি হই ঈশ্বরের মুখোমুখি।
২.
কখনো কখনো সমস্ত অহংকার ভেঙে যায়
রাত জাগি বলে রাতটা ভেঙে ভোর হয় অভিমানে
গুঁড়ো গুঁড়ো কুয়াশার ভেতর
ডানা ঝাপটে উড়ে যায় নিঃসঙ্গতা…
৩.
সেই কবে এক কৌটো রোদ কিনেছিলাম বলে
জমেছিল সমুদ্র দম্ভ
বেখেয়ালে কৌটোটা হারিয়ে ফেলেছি আলগোছে পড়ে আছে দম্ভটুকু
৪.
সিঁড়ি টপকে
পা রাখি চাঁদের পাশে
দেখি, বহুদূরে, গোধূলির গায়ে আমার প্রতিবিম্ব
প্রতিবিম্বের গায়ে মেঘের আঁচড়
৫.
বৃৃষ্টি দিও
ভেজা জল কেটে
হৃদয় অব্দি পৌঁছে যায় মেঘ মেদুরতা
জাদুমন্ত্রবলে।
৬.
তুমি মেঘ হও
মেঘের অমতে রোদ্দুর গড়াবো আমি।
পাহাড়ি ঢালে অগুনতি আঙুরবাগান
তুমি না চাইলেও শারাব হব, হে অন্তর্জামী!
৭.
স্বপ্ন এলো, গেল না
বসে রইল আসন পেতে
তারপর শুয়ে হাই তুলল চড়াৎ শব্দে
শব্দে ভেঙে গেল, ভাঙতে না চাওয়া কোনোকিছু।
৮.
বেদনায় চুরমার আকাশটা
নদী হতে যেটুকু সময় নেবে
সেটুকু ধার দিলাম মৌন প্রচ্ছদ
ফিরে এসো, মলাটের ভেতরবাড়ি হয়ে

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়