কনস্টেবল বাদল হত্যায় ৫ জনের মৃত্যুদণ্ড

আগের সংবাদ

দুর্ভোগের অবসান চান নগরবাসী : সুপেয় জলের তীব্র সংকট জলজটের খুলনায়

পরের সংবাদ

৫৩ বছর পর মিলল সেই ‘ট্রাংক লেডির’ পরিচয়

প্রকাশিত: জুন ৮, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ৮, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ ডেস্ক : ৫৩ বছর আগে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে একটি ট্রাংকের ভেতর এক নারীর মরদেহ পাওয়া যায়। বিষয়টি তখন ব্যাপক চাঞ্চল্য তৈরি করে। তবে তার পরিচয় উদ্ঘাটন করা সম্ভব হয়নি। ‘ট্রাংক লেডি’ নামে পরিচিতি পান ওই নারী। অবশেষে ডিএনএ পরীক্ষার মাধ্যমে তার পরিচয় নিশ্চিত হওয়া গেছে।
পুলিশ বলছে, ওই নারীর নাম সিলভিয়া জুন আথারটন। পাঁচ সন্তানের এই মা অ্যারিজোনা অঙ্গরাজ্যের টাকসনের বাসিন্দা ছিলেন।
১৯৬৯ সালে হ্যালোউইন উৎসবের সময় ফ্লোরিডার সেইন্ট পিটার্সবার্গের একটি বনাঞ্চলে একটি ট্রাংকের ভেতর আথারটনের মরদেহ পাওয়া যায়। গত মঙ্গলবার সেইন্ট পিটার্সবাগ পুলিশের উপপ্রধান মাইকেল কোভাকসেভ এক সংবাদ সম্মেলনে জানান, সে সময় দুই শিশু দুই শ্বেতাঙ্গ ব্যক্তিকে একটি পিকআপে এসে কালো রঙের ট্রাংকটি ফেলে দিতে দেখে। ওই শিশুরা জানায়, ট্রাংকটি ফেলে তারা চলে যান। পরে পুলিশকে খবর দেয়া হয়।
পুলিশ এক বিবৃতিতে জানায়, আথারটনের মরদেহ একটি লম্বা প্লাস্টিকের ব্যাগে মোড়ানো ছিল। তার মাথায় আঘাতের চিহ্ন ছিল। গলা পেঁচানো ছিল একটি বোলো টাই দিয়ে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়