কনস্টেবল বাদল হত্যায় ৫ জনের মৃত্যুদণ্ড

আগের সংবাদ

দুর্ভোগের অবসান চান নগরবাসী : সুপেয় জলের তীব্র সংকট জলজটের খুলনায়

পরের সংবাদ

বিএনপিকে সংলাপের পথে আসার আহ্বান ইগপার

প্রকাশিত: জুন ৮, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ৮, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : বিএনপিকে সংলাপের পথে আসার আহ্বান জানিয়েছেন ইসলামিক গণতান্ত্রিক পার্টির (ইগপা) চেয়ারম্যান এম এ আউয়াল। তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ১৪ দলের সমন্বয়ক আমির হোসেন আমু বলেছেন, বিএনপির সঙ্গে যে কোনো আলোচনা হতে পারে, আলোচনার দরজা সবসময় খোলা। এরপরও বিএনপি আলোচনার পথ পরিহার করে অন্য পথ অবলম্বন করলে দেশবাসী তা ভালোভাবে নেবে না। গতকাল বুধবার রাজধানীর কলাবাগানে আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন সাবেক এই সংসদ সদস্য। গণতন্ত্র এবং সংবিধান অনুযায়ী সরকারের পরিবর্তন চাইলে বিএনপির সামনে সংলাপের বিকল্প নেই উল্লেখ করে এম এ আউয়াল বলেন, আলোচনা ছাড়া অন্য কোনো পন্থায় সংকটের সমাধান সম্ভব নয়। এ সময় চলমান বিদ্যুৎ সংকট সমাধানে সর্বোচ্চ গুরুত্ব দিতে সরকারের প্রতি দাবি জানানোর পাশাপাশি আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে প্রস্তুতি নেয়ার জন্য উপস্থিত দলীয় নেতাকর্মীদের আহ্বান জানান তিনি। সভায় সংগঠনের মহাসচিব নুরুল ইসলাম, কেন্দ্রীয় নেতা এডভোকেট নুরুল ইসলাম, কাজী মাসুম আহমেদসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়