কনস্টেবল বাদল হত্যায় ৫ জনের মৃত্যুদণ্ড

আগের সংবাদ

দুর্ভোগের অবসান চান নগরবাসী : সুপেয় জলের তীব্র সংকট জলজটের খুলনায়

পরের সংবাদ

বশেমুরকৃবি ও বিডিরেনের মধ্যে এমওইউ

প্রকাশিত: জুন ৮, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ৮, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় (বশেমুরকৃবি) ও বাংলাদেশ রিসার্চ এডুকেশন নেটওয়ার্কের (বিডিরেন) মধ্যে গত মঙ্গলবার এমওইউ স্বাক্ষরিত হয়। বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. গিয়াসউদ্দীন মিয়ার উপস্থিতিতে বশেমুরকৃবির পক্ষে ট্রেজারার প্রফেসর তোফায়েল আহমেদ এবং বিডিরেনের পক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. তাওরিত হোসেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এমওইউ স্বাক্ষর করেন। বিজ্ঞপ্তি
উল্লেখ্য বিডিরেন ইতোপূর্বে বশেমুরকৃবিতে ২ ধাপে মোট ৬০০ সেট আইপি ফোন বিনামূল্যে প্রদান করে। পূর্বে স্বাক্ষরিত সার্ভিস লেভেল অ্যাগ্রিমেন্ট (এসএলএ) এর আওতায় বশেমুরকৃবি ওয়েবসাইট পোস্টিং ও ভার্চুয়াল সার্ভার ব্যবহারের সুবিধা পেয়ে আসছে। এ সময় বিশ্ববিদ্যালয়ের ডিন, রেজিস্ট্রার, পরিচালক আইকিউএসি ও সিস্টেম অ্যানালিস্টসহ অনেকে উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়