কনস্টেবল বাদল হত্যায় ৫ জনের মৃত্যুদণ্ড

আগের সংবাদ

দুর্ভোগের অবসান চান নগরবাসী : সুপেয় জলের তীব্র সংকট জলজটের খুলনায়

পরের সংবাদ

এশিয়ার সবচেয়ে বড় কাঠের ভবন

প্রকাশিত: জুন ৮, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ৮, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ ডেস্ক : সিঙ্গাপুরকে বলা হয় বাগানের শহর। প্রকৃতিকে ব্যাপক গুরুত্ব দেয়া হয় এখানে। প্রকৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে সিঙ্গাপুরে তৈরি করা হয়েছে ছয়তলা একটি কলেজ ভবন। ভবনটি কাঠ দিয়ে তৈরি। নানিয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটির (এনটিইউ) এ ভবনটির বেঞ্চ, দরজার কাঠামো থেকে শুরু করে সবকিছুই কাঠ দিয়ে তৈরি করা হয়েছে। মার্কিন গণমাধ্যম সিএনএনের তথ্য অনুযায়ী, ভবনটির মেঝের আয়তন হিসাবে (৪৩ হাজার ৫০০ বর্গমিটার) এটি এখন এশিয়ার বৃহত্তম কাঠের ভবন।
পৌরাণিক গ্রিক দেবি গাইয়ার নামে এ প্রকল্প গত মে মাসে উন্মুক্ত করা হয়। এ ভবন তৈরিতে খরচ হয়েছে বাংলাদেশি মুদ্রায় এক হাজার সাত কোটি টাকা।
ভবন তৈরিতে ব্যবহার করা হয়েছে নতুন প্রজন্মের প্রকৌশল প্রয়োগে প্রস্তুত করা কাঠ। কয়েকটি স্তরে কাঠ ও আঠা বসিয়ে কাঠামোগুলো দাঁড় করানো হয়েছে। এতে আলাদা কোনো রং ব্যবহার করা হয়নি। এর নকশা এমনভাবে তৈরি করা হয়েছে, যাতে দর্শনার্থীরা কোনো বনে হাঁটার মতোই অনুভূতি পান।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়