কনস্টেবল বাদল হত্যায় ৫ জনের মৃত্যুদণ্ড

আগের সংবাদ

দুর্ভোগের অবসান চান নগরবাসী : সুপেয় জলের তীব্র সংকট জলজটের খুলনায়

পরের সংবাদ

‘আন্তঃনগর’র গল্প উন্মোচন আজ

প্রকাশিত: জুন ৮, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ৮, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

বিনোদন প্রতিবেদক : নগরের ইট-পাথরে মিশে থাকা বেদনা আর ভালোবাসার উষ্ণ গল্পে সাজানো হয়েছে ‘আন্তঃনগর’ সিনেমার দৃশ্যপট। গৌতম কৈরী নৈপুণ্যের সঙ্গেই গল্প লেখা ও পরিচালনার কাজটি করেছেন। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শ্যামল মাওলা, রুনা খান, সোহেল মণ্ডল, শবনম ফারিয়া, আশীষ খন্দকার, প্রান্তর দস্তিদার, নিদ্রা নেহা, জয় রাজ, নাফিস আহমেদসহ অনেকেই। সিনেমার গল্পে দেখা যাবে, সমাজের বাধা ডিঙ্গিয়ে শুভ (প্রান্তর) আর পূর্ণিমা (নিদ্রা) প্রেমে পড়ে। অসম্ভব এই বাস্তবতায় শুভ আর পূর্ণিমা পালিয়ে চলে আসে ঢাকায়। অন্যদিকে মারুফ-মৌসুমীর মাঝে শুরু হয় অবিশ্বাস। মারুফ (সোহেল মণ্ডল) কাজ করেন নিউমার্কেটের একটি কাপড়ের দোকানে। মৌসুমী (শবনম ফারিয়া) কাজ করেন একটি বিউটি পার্লারে। মারুফ ভেতরে ভেতরে প্রতিশোধপ্রবণ হয়ে ওঠে। মৌসুমীর চাপা কান্না শেষ পর্যন্ত কোথায় নিয়ে যায় তাদের? ইলিয়াস (শ্যামল মাওলা) সিএনজি অটোরিকশা চালান। রোজিনা (রুনা খান) বিউটি পার্লারে কাজ করেন। রোজিনা-ইলিয়াসের মাঝে দেখা যায় সমাজের জাঁতাকল থেকে বের হয়ে শ্বাস নেয়ার চেষ্টা। ইলিয়াস ধীরে ধীরে জড়িয়ে পড়েন অবৈধ কাজে। সব জটিলতার পূর্ণ ঝলক দেখা যাবে আজ রাত ৮টায়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়