‘প্রস্তাবিত বাজেট তামাকমুক্ত দেশ গড়ার অন্তরায়’

আগের সংবাদ

রাজনীতির ছায়ায় ব্যবসার জাল : জামায়াতের বাণিজ্যিক নেটওয়ার্ক দেশ জুড়ে বিস্তৃত, গোপনে চলছিল সাংগঠনিক কর্মকাণ্ড, এবার প্রকাশ্যে মাঠে নামার হুংকার

পরের সংবাদ

এমবিএলের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রকাশিত: জুন ৫, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ৫, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের (এমবিএল) ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ডরুমে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় ব্যাংকের চেয়ারম্যান মোরশেদ আলম এমপি প্রধান অতিথি হিসেবে গেøাবাল ডেবিট কার্ড সেবা উদ্বোধন করেন।
সংবাদ সম্মেলনে ব্যাংকের চেয়ারম্যান বলেন- বৈশ্বিক অর্থনীতিতে সংকটকালীন পরিস্থিতির মধ্যেও পরিচালনা পর্ষদ, ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ও কর্মকর্তা-কর্মচারীদের অক্লান্ত পরিশ্রম ও দক্ষ ব্যবস্থাপনার মাধ্যমে মার্কেন্টাইল ব্যাংক টেকসই অবস্থান ধরে রাখতে সক্ষম হয়েছে। আগামী দিনে ‘স্মার্ট বাংলাদেশ’ বিনির্মাণে ‘স্মার্ট ব্যাংকিং’ নিশ্চিত করার জন্য প্রযুক্তিগত উন্নয়নের মাধ্যমে উন্নত ব্যাংকিং ইকোসিস্টেম গড়ে তুলতে কাজ করবে মার্কেন্টাইল ব্যাংক। একইসঙ্গে নিরবচ্ছিন্ন গ্রাহক সেবা অব্যাহত রাখতে প্রযুক্তিনির্ভর ব্যাংকিং পণ্য ও সেবা উদ্ভাবনে আরো জোর দেয়া হবে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান এ এস এম ফিরোজ আলম ও মো. আব্দুল হান্নান, ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান এম আমানউল্লাহ, মার্কেন্টাইল ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান এম এ খান বেলাল, পরিচালক আলহাজ আকরাম হোসেন (হুমায়ুন), আলহাজ মোশাররফ হোসেন ও মোহাম্মদ আব্দুল আউয়াল এবং শেয়ারহোল্ডার জালাল হোসেন খান মিয়া।
ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. কামরুল ইসলাম চৌধুরী গত বছরের সাফল্য ও সীমাবদ্ধতার কথা তুলে ধরে বলেন- চলতি বছর শ্রেণি বিন্যাসিত ঋণ আদায়ে জোর পদক্ষেপ নেয়া হবে। মার্কেন্টাইল ব্যাংকের নতুন গেøাবাল ডেবিট কার্ডের বিশেষত্ব হলো ইএমভি প্রযুক্তিসম্পন্ন এ কার্ড দিয়ে বিশ্বের যে কোনো জায়গায় যে কোনো মুদ্রায় ভিসা চিহ্নিত পস মেশিন এবং এটিএম বুথে লেনদেন সম্ভব। বিজ্ঞপ্তি
এ কার্ড থেকে বিভিন্ন মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসে অ্যাড মানি করা যায়। অনলাইন বা ই-কমার্স লেনদেন ওটিপি দ্বারা সুরক্ষিত পদ্ধতিতে পরিচালিত। বিজ্ঞপ্তি

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়