গ্রামীণ কল্যাণ : চাকরিচ্যুত শ্রমিকদের লভ্যাংশ দেয়ার রায়ে ৬ মাসের স্থিতাবস্থা

আগের সংবাদ

সংকট কাটিয়ে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ

পরের সংবাদ

ঢাবিতে বঙ্গবন্ধু শিক্ষাবৃত্তি দিল এনআরবিসি ব্যাংক

প্রকাশিত: জুন ১, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ১, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত বীর মক্তিযোদ্ধার ১০০ জন সন্তান-নাতি-নাতনীদের এনআরবিসি ব্যাংকের সহযোগিতায় ‘বঙ্গবন্ধু শিক্ষাবৃত্তি-২০২৩’ দিয়েছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা মঞ্চ। গত ৩০ মে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের প্রফেসর ড. মোহাম্মদ হাবিবউল্লাহ কনফারেন্স হলে বৃত্তি প্রদান অনুষ্ঠান ও আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের এনআরবিসি ব্যাংকের এটিএম কার্ড তুলে দেয়া হয়। অনুষ্ঠানে বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. শিবলী রুবাইয়াত-উল-ইসলাম, ঢাবির ব্যবসায় শিক্ষাঅনুষদের ডিন অধ্যাপক ড. আব্দুল মঈন, এনআরবিসি ব্যাংকের চেয়ারম্যান এস এম পারভেজ তমাল, ভাস্কর আখতার আহমেদ রাশা, ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় প্রমুখ উপস্থিত ছিলেন। এ সময় মুক্তিযুদ্ধ মঞ্চের সাধারণ সম্পাদক মো. আল মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। অনুষ্ঠানে জানানো হয়, বঙ্গবন্ধু শিক্ষাবৃত্তির আওতায় প্রতি শিক্ষার্থীকে ১২ হাজার টাকা দেয়া হবে। অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্তদের হাতে আনুষ্ঠানিকভাবে ব্যাংকের এটিএম কার্ড হস্তান্তর করেন অতিথিরা। প্রতি মাসে ওই এটিএম কার্ড ব্যবহার করে বৃত্তির টাকা উত্তোলন করতে পারবেন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা। এ সময় বিএসইসি চেয়ারম্যান অধ্যাপক ড. শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বলেন, মুক্তিযুদ্ধ আমাদের গর্ব ও অহংকার। বঙ্গবন্ধুর আহবানে বীর মুক্তিযোদ্ধারা নিজেদের জীবন বাজি রেখে স্বাধীন দেশ উপহার দিয়েছিল। তাদের সন্তান ও প্রজন্মদের এনআরবিসি ব্যাংকের সৌজন্যে বঙ্গবন্ধু শিক্ষাবৃত্তি প্রদানের উদ্যোগকে সাধুবাদ জানাই। এনআরবিসি ব্যাংকের চেয়ারম্যান এস এম পারভেজ তমাল বলেন, বীর মুক্তিযোদ্ধারা স্বজনদের পাশে দাঁড়াতে পেরে এনআরবিসি ব্যাংক গর্বিত। বিজ্ঞপ্তি

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়