মেজাজ হারালেন টম হ্যাঙ্কস

আগের সংবাদ

টাইগারদের অনুশীলন শুরু আজ : হাথুরুসিংহে আসছেন ৩ জুন

পরের সংবাদ

হ্যান্ডসেট উৎপাদনের কারখানা করলো ট্রানশান

প্রকাশিত: মে ২৮, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: মে ২৮, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

দেশে নতুন মোবাইল উৎপাদন কারখানা করেছে ট্রানশান হোল্ডিংস। ২২ হাজার বর্গমিটারের এই বিশাল ফ্যাক্টরিতে গুণগত মান এবং নিরাপত্তা নিশ্চিতের জন্য থাকছে উন্নত প্রযুক্তি এবং আন্তর্জাতিক মানদন্ড। এই ফ্যাক্টরি তৈরিতে প্রথম ধাপের বিনিয়োগের পরিমান প্রায় ২২ মিলিয়ন ডলার। ট্রানশানের আগের কারখানা ছিল কার্লকেয়ার টেকনোলজি বিডি লিমিটেড। যা বন্ধ করে নতুন এই কারখানা করে প্রতিষ্ঠানটি।
জানা যায়, এই কারখানা থেকে মাসে প্রায় ১০ লাখ হ্যান্ডসেট উৎপাদন করা যাবে। ‘আই স্মার্ট ইউ’ নামে এই কারখানায় টেকনো, ইনফিনিক্স, আইটেল, ওরাইমো এবং সাইনিক্সের ব্র্যান্ডের হ্যান্ডসেট তৈরি হবে। বুধবার নারায়ণগঞ্জের মেঘনা ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক জোনে এই কারখানাটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
নতুন এই কারখানা উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।
অতিথি ছিলেন বাংলাদেশ ইকোনমিক জোন অথরিটি চেয়ারম্যান শেখ ইউসুফ হারুন, ট্রানশান হোল্ডিংসের চেয়ারম্যান এবং জেনারেল ম্যানেজার জর্জ জু, বিটিআরসির ভাইস চেয়ারম্যান প্রকৌশলী মোঃ মহিউদ্দিন আহমেদ, ‘আই স্মার্ট ইউ’ বাংলাদেশের সিইও রেজওয়ানুল হক এবং চীন দূতাবাসের ইকোনমিক অ্যান্ড কমার্শিয়াল কাউন্সেলর সং ইয়াং।
আরও ছিলেন মেঘনা গ্রুপ অব ইন্ড্রাস্ট্রিজের চেয়ারম্যান মোস্তফা কামাল এবং গুগুল পার্টনারশিপ ডিরেক্টর মাহির শাহীন।
জর্জ জু বাংলাদেশকে তাদের ব্যবসার প্রসারে একটি ‘কৌশলগত বাজার’ হিসাবে উল্লেখ করেন। তিনি বলেন, প্রায় ১৭০ মিলিয়নের বেশি জনসংখ্যার এই দেশে গ্রাহক পর্যায়ে সাশ্রয়ী এবং উচ্চ মানের ফিচার সহ মোবাইল ফোনের চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। যার ফলে বাংলাদেশের নতুন সম্ভবনাময় বাজার তৈরি হচ্ছে। জু আশা প্রকাশ করেন ‘আই স্মার্ট ইউ’র মাধ্যমে বাংলাদেশে যে বিনিয়োগ আসবে সেটা প্রতিষ্ঠানের স্থানীয় উন্নয়নের পাশাপাশি বাংলাদেশের ডিজিটালাইজেশন ও আধুনিকায়নেও ভূমিকা রাখবে।
উল্লেখ্য, এই ফ্যাক্টরিতে ২ হাজারের বেশি স্থানীয় লোক কাজের সুযোগ পাবেন, যা স্থানীয় অর্থনীতি এবং এই অঞ্চলের কর্মসংস্থান বৃদ্ধিতে অবদান রাখবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়