জাহাঙ্গীরের প্রক্সি জায়েদার জয় : মোট ৪৮০টি কেন্দ্রের ফলাফলে জায়েদা খাতুন ২,৩৮,৯৩৪ ও আজমত উল্লা ২,২২,৭৩৭ ভোট

আগের সংবাদ

নতুন শঙ্কায় পোশাক খাত : যুক্তরাষ্ট্র ও ইউরোপের বাজারে ক্রয়াদেশ কমছে > বন্ধ হয়ে যাচ্ছে অনেক কারখানা

পরের সংবাদ

শাহরুখের গলায় কার ছবি

প্রকাশিত: মে ২৭, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: মে ২৭, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

তিনি ভুলে যাননি শিকড়ের টান। আকাশকে ছুঁয়ে ফেলেও তিনি যেন মাটির কাছাকাছি। তারও মন খারাপ হয়, তিনিও আবেগপ্রবণ হন আর পাঁচজন সাধারণ মানুষের মতোই। শাহরুখ খান। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে এসে আবেগে ভাসলেন কিং খান। দেখালেন, কী রয়েছে তার গলার লকেটে। খুব অল্প বয়সে বাবা-মাকে হারিয়েছেন শাহরুখ। খ্যাতির জন্য তার লড়াইকে যারা কাছ থেকে দেখেছেন, সবাই একবাক্যে স্বীকার করে নিয়েছেন, কঠিন ছিল না শাহরুখের সফরটা। সময় পেরিয়ে গিয়েছে। কিন্তু শাহরুখ এখনো যেন এক মুহূর্তের জন্যও ভুলতে পারেন না নিজের বাবা-মাকে। সম্প্রতি একটি সাক্ষাৎকারে এসে নিজের গলার লকেট নিয়ে অনুরাগীদের একটা অদ্ভুত তথ্য দিলেন শাহরুখ। ক্যামেরার সামনেই তিনি নিজের গলার বইয়ের মতো লকেটটি খুলে মেলে ধরলেন। সেখানে রয়েছে তার বাবা ও মায়ের ছবি। অনুরাগীরা শাহরুখের এই সাধারণ অথচ আবেগঘন কাজে অবাক, আবেগ আপ্লুত। শাহরুখের ‘রইস’ ছবিতেও তার গলায় ছিল এই লকেটটি। সম্প্রতি শাহরুখকে নিয়ে একটি সাক্ষাৎকারে মুখ খুলেছিলেন অভিনেতা মনোজ বাজপেয়ী। সদ্য মুক্তি পেল ‘সির্ফ এক বান্দা কাফি হ্যায়’। আর সেই ছবির সাক্ষাৎকারে এসেই মনোজের মুখে শাহরুখের প্রশংসা। তিনি বলছেন, ‘শাহরুখকে বর্তমান অবস্থায় দেখে, সাফল্য পেতে দেখে আমার ভীষণ আনন্দ হয়। ও নিজেই নিজের পৃথিবীটা তৈরি করেছে। মাত্র ২৬ বছর বয়সে, নিজের পরিবার থেকে শুরু করে সব হারিয়েছিলেন শাহরুখ। কিন্তু সেই পর্যায় থেকে ও যেভাবে ঘুরে দাঁড়িয়েছে, তা প্রশংসার যোগ্য। শাহরুখ যে সুখ্যাতি, যশ অর্জন করেছে, ও তারই যোগ্য।’ এখানেই শেষ করেননি মনোজ। তিনি আরো বলেছিলেন, ‘আমি শাহরুখের সেই সব ঘনিষ্ঠ বন্ধুর মধ্যে একজন, যে ওকে কষ্ট করতে দেখেছি। আর ঠিক সেই কারণেই, ওকে শ্রদ্ধা করি আমি।’
:: মেলা ডেস্ক

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়