টিসিবির জন্য চিনি ও ভোজ্য তেল কিনবে সরকার

আগের সংবাদ

চ্যালেঞ্জ মোকাবিলা কোন পথে : মূল্যস্ফীতি > ডলার সংকট > বৈদেশিক ঋণের সুদ ও ভর্তুকি ব্যয় > কর ও ব্যক্তি করদাতা বাড়ানো

পরের সংবাদ

মৌলভীবাজারে বোরো ধান ক্রয় উদ্বোধন

প্রকাশিত: মে ২৬, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: মে ২৬, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : মৌলভীবাজারে বোরো ধান ক্রয় সংগ্রহ উদ্বোধন করা হয়েছে। গতকাল ২৫ মে উপজেলা পরিষদ কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার মো. শরীফ উদ্দিনের সভাপতিত্বে স্থানীয় কৃষক সালেহ এলাহি কুটির ধান ক্রয় করে জেলা প্রশাসক ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা পূরণের জন্য সবার প্রতি সহযোগিতা করার আহ্বান জানান।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. কামাল হোসেন, জেলা ফুড অফিসার জ্যোতি বিকাশ চাকমা, এ ডি এম শাহীনা আকতার, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা বিনয় কুমার দে প্রমুখ। উপজেলা খাদ্য কর্মকর্তা জানান, মৌলভীবাজার উপজেলায় এবার সরকারিভাবে ৭৮৯ টন বোরো ধান এবং ৯৮ টন চাউল ক্রয় করা হবে। প্রতি কেজি ধান ৩০ টাকা এবং চাউল ৪৪ টাকা দর নির্ধারণ করা হয়েছে।
একজন কৃষকের কাছ থেকে সর্বোচ্চ তিন টন ধান ক্রয় করা হবে। আগামী ৩১ আগস্ট পর্যন্ত ধান সংগ্রহ করা হবে বলে জানান তিনি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়