রাজউক : মুছে যাওয়া সাড়ে ২৬ হাজার নথি উদ্ধার

আগের সংবাদ

বাজারে ফের সিন্ডিকেটের থাবা! : কারসাজি করে বাড়ানো হচ্ছে দাম, নজরদারি জোরদারের তাগিদ বিশ্লেষকদের

পরের সংবাদ

রীতি ভাঙবে না যুক্তরাষ্ট্র

প্রকাশিত: মে ৪, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: মে ৪, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ ডেস্ক : যুক্তরাজ্য ও অন্যান্য কমনওয়েলথভুক্ত দেশের রাজা হিসেবে তৃতীয় চার্লস এবং তার স্ত্রী ক্যামিলার রাজ্যাভিষেক হবে আগামী শনিবার। লন্ডনের ওয়েস্টমিনস্টার অ্যাবেতে অনুষ্ঠিতব্য এই বিশাল আয়োজনে ধর্মীয় রীতি মেনে ঈশ্বর এবং দেশ উভয়ের কাছে প্রতিজ্ঞা করবেন। এই আয়োজনে বিশ্বের বিভিন্ন দেশের রাজা ও সরকার এবং রাষ্ট্রপ্রধানকে আমন্ত্রণ জানানো হয়েছে। আমন্ত্রণ পাঠানো হয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কাছেও। কিন্তু তিনি যোগ দেবেন না। যুক্তরাষ্ট্রের পক্ষে অংশ নেবেন ফার্স্ট লেডি জিল বাইডেনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। এই আয়োজনকে সামনে রেখে প্রশ্ন উঠেছে– কেন আসলে বাইডেন অনুষ্ঠানে অংশ নেবেন না, নাকি এটি মার্কিন প্রেসিডেন্টের রীতিতেই নেই? ইতিহাস বলছে, এ যাবতকালে কোনো মার্কিন প্রেসিডেন্টই ব্রিটেনের কোনো রাজা বা রানীর অভিষেক অনুষ্ঠানে অংশ নেননি। যা এখন অনেকটা রীতিতে পরিণত হয়েছে। আর সেই রীতি মেনেই জো বাইডেন রাজা তৃতীয় চার্লসের অভিষেক অনুষ্ঠানেও অংশ নেবেন না। সর্বশেষ ১৯৫৩ সালে রানী দ্বিতীয় এলিজাবেথের অভিষেকের অনুষ্ঠানেও অংশ নেননি তৎকালীন মার্কিন প্রসিডেন্ট। ইতিহাসবিদরা বলছেন, মার্কিন প্রেসিডেন্টের এই অনুষ্ঠানে অংশ না নেয়ার পেছনে রাজনৈতিক তেমন কোনো কারণ নেই।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়