রাজউক : মুছে যাওয়া সাড়ে ২৬ হাজার নথি উদ্ধার

আগের সংবাদ

বাজারে ফের সিন্ডিকেটের থাবা! : কারসাজি করে বাড়ানো হচ্ছে দাম, নজরদারি জোরদারের তাগিদ বিশ্লেষকদের

পরের সংবাদ

মুকেশ আম্বানির খাবারের মেনু ও শেফদের বেতন

প্রকাশিত: মে ৪, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: মে ৪, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ ডেস্ক : বিশ্বের শীর্ষ ধনীর তালিকা অনুসারে ভারতের মুকেশ আম্বানি ১২তম ধনী ব্যক্তি। তার পরিবার বিলাসবহুল জীবনযাপন করলেও মুকেশ আম্বানি খুব সাদাসিধে জীবনযাপন করতে পছন্দ করেন। অনেকেই জানেন না যে আম্বানি নিরামিষভোজী এবং তিনি ডায়েট করেন।
৬৫ বছর বয়সি এই ধনকুবের নিজের শরীরের খুব যতœ নেন। ১৯৭০ এর দশকে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকার সময় থেকে তিনি ডায়েট করেন। তিনি ডিম খান তবে কোনো প্রকার মাংস খান না। এমনকি অ্যালকোহল জাতীয় পানীয়ও পান করেন না। খবর ইন্ডিয়া টাইমসের।
এ ধনকুবের ডাল, চটপটি ও ভাতের মতো সাধারণ খাবারগুলো খেতে পছন্দ করেন। থাই খাবারও পছন্দ করেন তিনি।
আম্বানি নতুন জায়গায় নতুন নতুন খাবার খেতে ভালোবাসেন। তিনি বড় ধরনের ক্যাফেতে যেমন যান, তেমনি আবার রাস্তার পাশের ছোট্ট দোকানে খেতেও সংকোচ বোধ করেন না।
সাধারণত রবিবার তার সকালের নাশতার মধ্যে ইডলি-সাম্বার থাকে। তার স্ত্রী নিতা আম্বানি একবার বলেছিলেন, মুকেশ যতই ব্যস্ত থাকুন না কেন, রাতের খাবারটা পরিবারের সঙ্গে খেয়ে থাকেন।
মুকেশ আম্বানির দৈনন্দিন জীবনে তার শেফরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ ধনকুবেরের শেফরা মাসে ২ লাখ রুপি করে বেতন পান। এছাড়া তার অধীনস্থ কর্মীরা বীমা সুবিধা পেয়ে থাকেন। তাদের সন্তানদের পড়াশোনার খরচও জোগানো হয় আম্বানিদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে। এমনকি, কর্মচারীদের সন্তানেরা যাতে যুক্তরাষ্ট্রের স্কুলে পড়াশোনা করতে পারে, সেই ব্যবস্থাও করা হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়