রাজউক : মুছে যাওয়া সাড়ে ২৬ হাজার নথি উদ্ধার

আগের সংবাদ

বাজারে ফের সিন্ডিকেটের থাবা! : কারসাজি করে বাড়ানো হচ্ছে দাম, নজরদারি জোরদারের তাগিদ বিশ্লেষকদের

পরের সংবাদ

নিখোঁজ জেলেকে পাওয়া গেল কুমিরের পেটে

প্রকাশিত: মে ৪, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: মে ৪, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ ডেস্ক : বন্ধুদের সঙ্গে মাছ ধরতে গিয়ে গত শনিবার নিখোঁজ হন অস্ট্রেলীয় জেলে কেভিন ডারমোডি। দুই দিন ধরে তাঁর খোঁজে অভিযান চালানোর পর গত সোমবার একটি কুমিরের পেট থেকে মানুষের দেহাবশেষ উদ্ধার হয়েছে। পুলিশ বলছে, এটি কেভিন ডারমোডিরই দেহাবশেষ।
কেপ ইয়র্কের বাসিন্দা ডারমোডি অভিজ্ঞ জেলে। সবশেষ শনিবার উত্তরাঞ্চলীয় কুইন্সল্যান্ডে কেনেডি নদীতে কেনেডি বেন্ট এলাকায় ডারমোডিকে দেখা গিয়েছিল। কেনেডি বেন্ট এলাকাটি লোনাপানির কুমিরের আবাসস্থল হিসেবে পরিচিত।
ডারমোডির সন্ধানে ওই এলাকায় দুই দিন ধরে অভিযান চালানোর পর সোমবার পুলিশ দুটি কুমিরকে হত্যা করে এবং মানুষের দেহাবশেষ উদ্ধার করে।
ওই দেহাবশেষ ডারমোডিরই কিনা, তা এখনো আনুষ্ঠানিকভাবে শনাক্ত করা হয়নি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়