রাজউক : মুছে যাওয়া সাড়ে ২৬ হাজার নথি উদ্ধার

আগের সংবাদ

বাজারে ফের সিন্ডিকেটের থাবা! : কারসাজি করে বাড়ানো হচ্ছে দাম, নজরদারি জোরদারের তাগিদ বিশ্লেষকদের

পরের সংবাদ

ইসরায়েলি পতাকা ও কাক

প্রকাশিত: মে ৪, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: মে ৪, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ ডেস্ক : একেই বলে কাকের কীর্তি। ইসরায়েলি পতাকাকে প্রাণপণে নামানোর চেষ্টা করে এখন রীতিমতো ভাইরাল একটি কাক। ভিডিও ক্লিপে দেখা গেছে একটি কাক একগুঁয়েভাবে তার ঠোঁট দিয়ে একটি খুঁটি থেকে ইসরায়েলি পতাকা সরিয়ে মাটিতে ফেলার চেষ্টা করছে। ফিলিস্তিনি ভূখণ্ডের একটি ভবনের ছাদ থেকে পতাকাটি ঝুলানো ছিল। যতক্ষণ না পতাকাটি মাটিতে খুলে পড়ল ততক্ষণ পর্যন্ত কাকটি তার চেষ্টা জারি রেখেছিল। তারপর মাস্তুলের শীর্ষে এমনভাবে দাঁড়িয়েছিল কাকটি দেখে মনে হবে তার মিশন সম্পূর্ণ হয়েছে। ফিলিস্তিনিরা যারা এই অস্বাভাবিক দৃশ্য দেখার জন্য ভবনটির চারপাশে জড়ো হয়েছিল তারা চিৎকার করে কাকটিকে তাড়ানোর চেষ্টা করেও শেষমেশ ব্যর্থ হয়। কাকের ফুটেজ ওয়েবে ভাইরাল হয়েছে, অনেক ব্যবহারকারী ভিডিওটি দেখে হাসিতে ফেটে পড়েছেন। কেউ কেউ পাখিটিকে যথাযথ শিক্ষা দেবার চেষ্টা করেছেন। একজন ব্যবহারকারী মজে করে বলেছেন: ‘‘একটি স্মার্ট ইসরায়েলি ‘বিদ্বেষী’ কাক…’’। একজন ফিলিস্তিনি সার্জন তারিক শাদিদ কাকের কীর্তি দেখে লিখেছেন – ‘‘পাখিটি ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে ফিলিস্তিনিদের প্রতিরোধের প্রতীক। ‘‘ইসরায়েলি সাংবাদিক নির হাসন ভিডিওটিতে মন্তব্য করতে গিয়ে বলেছেন : ‘‘ঈশ্বর নিঃসন্দেহে আমাদের কাছে কিছু ইঙ্গিত করছেন, ঠিক কী তা নিশ্চিত নয়।’’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়