টানা দাবদাহের পর সিলেটে স্বস্তির বৃষ্টি

আগের সংবাদ

প্রথম দিনের ঈদযাত্রায় স্বস্তি : কমলাপুরে নেই হুড়োহুড়ি, সড়ক মহাসড়কে নেই যানজট, নৌপথে বেড়েছে যাত্রীর চাপ

পরের সংবাদ

বক্স অফিসে ঝড় তুলেছে জ্যাকি চ্যানের সিনেমা

প্রকাশিত: এপ্রিল ১৯, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: এপ্রিল ১৯, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

বিনোদন ডেস্ক : কিংবদন্তি অভিনেতা জ্যাকি চ্যানের সিনেমা বলে কথা। অ্যাকশন কমেডি সিনেমা ‘রাইড অন’ মুক্তির পরপরই হুমড়ি খেয়ে পড়ছেন দর্শকরা। দেড় সপ্তাহ ধরে চীনের বক্স অফিসের শীর্ষে রয়েছে সিনেমাটি। জানা গেছে, মুক্তির দশমতম দিনে সিনেমাটি ১৪ মিলিয়ন ইউয়ান (চীনের মুদ্রা) আয় করেছে। গত ১০ দিনে সাকল্যে আয় করেছে ১৫৬ মিলিয়ন ইউয়ান। চীনে মুক্তিপ্রাপ্ত হলিউডের ‘দ্য সুপার ম্যারিও ব্রাদার্স’, জাপানের অ্যানিমেশন সিনেমা ‘সুজুমে’সহ কয়েকটি সিনেমাকে পেছনে ফেলেছে জ্যাকি চ্যানের সিনেমাটি। সিনেমায় নিজেকে প্রতিষ্ঠিত করতে একজন স্টান্টম্যানের লড়াইয়ের গল্পে নির্মিত হয়েছে সিনেমাটি; পাশাপাশি সেই স্টান্টম্যানের সঙ্গে তার পোষা ঘোড়ার বন্ধুত্বের গল্প তুলে এনেছেন নির্মাতা ল্যারি ইয়াং। এতে স্টান্টম্যানের ভূমিকায় অভিনয় করেছেন জ্যাকি চ্যান। ৬৮ বছর বয়সি এই অভিনেতা সিনেমায় কুংফুর কারিকুরি দেখিয়ে বিশ্বজুড়ে পরিচিতি পেয়েছেন। ছয় দশক ধরে অভিনয় করে চলেছেন তিনি। সিনেমার দৃশ্য বাস্তবসম্মত করতে জ্যাকি নিজেই নিজের স্টান্ট করেন। জ্যাকি চ্যানের স্টান্টের পুরনো কিছু ভিডিও চিত্র ব্যবহার করা হয়েছে সিনেমায়। সিনেমাটি স্টান্টম্যানদের উৎসর্গ করা হয়েছে। এতে জ্যাকি চ্যান ছাড়াও অভিনয় করেছেন কুংফু তারকা ইউ জিং। চীনে মুক্তির আগে যুক্তরাজ্যে সিনেমাটির প্রিমিয়ার হয়েছে। ‘পুলিশ স্টোরি’, ‘ড্রাগন ব্লাড’, ‘কুংফু ইয়োগা’সহ কয়েকটি আলোচিত সিনেমায় অভিনয় করে বিশ্বজুড়ে আলোচিত হয়েছেন হংকংয়ের অভিনেতা জ্যাকি চ্যান।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়